ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজার সিটি কলেজের বর্ণাঢ্য র‌্যালি

city college final_1বার্তা পরিবেশক :

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ এ প্রত্যয়কে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজার সিটি কলেজ এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করেছে । র‌্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে । আজ (২১ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত উক্ত র‌্যালিতে কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করে। র‌্যালিতে ১৩টি অনার্স ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে নেচে গেয়ে পুরো শহর মাতিয়ে তোলে।

র‌্যালি শেষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অবহেলিত কক্সবাজারের উন্নয়নে কক্সবাজার সিটি কলেজকে সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ আবু মো: জাফর সাদেক । বক্তব্য রাখেন, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক গোপাল কৃঞ্চ দাশ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শাহনুর আকতার,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক আকতার চৌধুরী , সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এহেসানুল হক হেলালী, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শরমিন ছিদ্দিকা লিমা , বিজ্ঞান বিভাগের পক্ষ হতে অধ্যাপক জেবুন্নেছা, বি.এম শাখা হতে অধ্যাপক সাইফুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান অধ্যাপক নুরুল আবছার চৌধুরী, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক তসলিমা রশিদ,দর্শন বিভাগের প্রধান অধ্যাপক জুলফিকার আলী ভূট্টো, মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক সাজ্জাদুল ইসলাম ও কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নুরুল ইসলাম । অনুষ্ঠান শেষে আপ্যায়ণের ব্যবস্থা করা হয় ।

পাঠকের মতামত: