ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় করতে হবে -শ্যামা পূজায় মাহবুবুর রহমান চৌং

zzzzzzzzzনিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেছেন, পৃথিবী জুড়ে দিন দিন বাড়ছে দুষ্ট চক্র। সমাজে অশান্তি ও অরাজকতা বাড়ানোই ওই চক্রের মূল কাজ। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। তাই মা কালীর আশির্বাদ পুষ্ট হয়ে জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় করতে হবে। এটি কালী পূজার প্রধান মহাত্ম। তিনি আরো বলেন, ৩০ লক্ষ টাকা ব্যয়ে আগামী বছরের মধ্যে মহাশশ্মান প্রাঙ্গনে শিব মন্দির ও কমপ্লেক্স নির্মাণ করা হবে। এছাড়া পাকা দালান করে দেয়া হবে জেলা পুজা উদযাপন পরিষদের অফিস ব্রাক্ষ্ম মন্দির। ১৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার কেন্দ্রীয় মহাশশ্মান প্রাঙ্গনে শ্যামা পূজার উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

কেন্দ্রীয় মহাশশ্মান পরিচালনা কমিটির সভাপতি নাজির স্বপন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক দাশের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) রনজিত পাল, সদর থানার ওসি রনজিত কুমার বড়–য়া, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সিনিয়র সহ-সভাপতি রতন দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দিপু ও মহাশশ্মান পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বলরাম দাশ। এসময় উপস্থিত ছিলেন, জেলা পুজা উদযাপন পরিষদের সদস্য স্বপন দাশ, কালী পুজা উদযাপন কমিটির সভাপতি বিজয় কর্মকার, সাধারণ সম্পাদক রাজু পাল, অর্থ সম্পাদক তাপস পাল, গৌরাঙ্গ দাশ ও আশিষ শর্মাসহ কালী পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। এদিকে কালী পূজা উপলক্ষে বিকাল থেকে কক্সবাজার কেন্দ্রীয় মহাশশ্মানে বাড়তে থাকে পূজার্থীদের ভীড়। সন্ধ্যা নামতেই টুইটুম্বুর হয়ে যায় শশ্মান প্রাঙ্গন। হিন্দু সম্প্রদায়ের লোকজন বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলী। আজ সৈকতের লাবনী পয়েন্টে প্রতিমা বিসর্জন দেয়া হবে।

পাঠকের মতামত: