ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটিতে সাঈদী ততৃীয়বারের মতো সম্পাদক নির্বাচিত

Saidy Chakaria Picture 28-09-2017,এম.জিয়াবুল হক, চকরিয়া ::

সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের নীতিমালা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশে চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি/১৪৬/জোন/১০৯২ নম্বর স্বারকমুলে নতুন প্রজ্ঞাপনের আলোকে কমিটি গঠনের আদেশ দেয়া হয়। ওই আদেশের আলোকে উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটিতে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে উপদেষ্টা করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির সদস্য করা হয়েছে ২৮জনকে।

অনুমোদিত কার্যকরি পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম (তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যিনি কর্মরত থাকবেন তিনি ওই পদে বহাল থাকবেন। কমিটির সহ-সভাপতি পদে আছেন চারজন। তাঁরা হলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, উপজেলা কৃষকলীগের সভাপতি ও চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল করিম সাঈদী। সাঈদী এবারসহ ততৃীয়বারের মতো সম্পাদক নির্বাচিত হয়েছেন। অতিরিক্ত সম্পাদক হয়েছেন কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, যুগ্ম সম্পাদক হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের শওকত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, অর্থসম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ জামাল চকরিয়া ক্লাবের সাধারণ সম্পাদক এসএম আলমগীর হোছাইন। পদাধিকার বলে কমিটির নির্বাহী সদস্য পদে আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা। নির্বাহী সদস্য হয়েছেন আটজন। তাঁরা হলেন ক্রীড়া প্রশিক্ষক নুরুল আবছার, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক পরিমল বড়–য়া, চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাবেক ফুটবলার ওয়াহিদুর জামান ইবনু, ফুটবল রেফারী শেখ মোহাম্মদ, ফুটবল খেলোয়াড় সাজ্জাদ হোসেন। এছাড়া কমিটিতে দুইজন সংরক্ষিত আসনে সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহেদা জাফর ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি হোসনে আরা বেগম লিপি।

গত ১৬ অক্টোবর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম ০৫.২০.২২১৬.১১৩.০৪.২০১৭-১০৭১ নম্বর স্বারকের অফিস আদেশমুলে নতুন কমিটির অনুমোদন কপিতে স্বাক্ষর করেন। #

পাঠকের মতামত: