ঢাকা,মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ছবি মুছলেন ‘লেডি ডাক্তার’ !

fhfhfআতিকুর রহমান মানিক:

চিকিৎসাধীন রোগীর ছবি তোলার “অপরাধে” কমান্ডো ষ্টাইলে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে ছবি মুছে ফেলেছেন এক মহিলা ডাক্তার। মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদরের ঈদগাঁও বাস স্টেশনস্হ ন্যাশনাল হাসপাতালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ডাক্তারের নাম ডাঃ ইলমিকা নাফসান। তিনি “স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ” সাইনবোর্ড লাগালেও এক্সিডেন্টে আহত হাঁড়ভাঙ্গা রোগীর চিকিৎসা করার “চেষ্টা” করছিলেন !

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত এক রোগীকে উপরোক্ত হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। খবর পেয়ে দূর্ঘটনার তথ্য-উপাত্ত ও  সংবাদ সংগ্রহের জন্য হাসপাতালে ছুটে যান সিনিয়র সাংবাদিক ও ঈদগাঁহ প্রেসক্লাব সভাপতি নূরুল আমিন হেলালী। সাংবাদিক হেলালী জানান, চিকিৎসাধীন রোগীর ছবি তোলার পর চিল্লাচিল্লি শুরু করেন কথিত গাইনী ডাক্তার ইলমিকা। একপর্যায়ে ফ্লিমি কায়দায় ছোঁ মেরে মোবাইল ছিনিয়ে নিয়ে ছবি ডিলেট করে দেন তিনি। ডাক্তারের এহেন কান্ডে সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে ঘটনা ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠেন হাসপাতাল কর্তৃপক্ষ। উপরোক্ত ব্যাপারে অভিযুক্ত ডাক্তার ইলমিকা “একটু ভূল বুঝাবুঝি হয়েছে” বলে স্বীকার করেন। কক্সবাজার সিভিল সার্জন অফিসের দায়িত্বশীল সূত্র জানান, ইদগাঁহ ন্যাশনাল হাসপাতাল সরকার অনুমোদিত নয়। স্হানীয়রা জানান, প্রয়োজনীয় ইউটিলিটি না থাকা সত্ত্বেও এরা “হাসপাতাল” সাইনবোর্ড লাগিয়ে দূূীর্ঘদিন ধরে চিকিৎসার নামে অপচিকিৎসা চালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত: