ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ইসলাম ধর্মের অপব্যাখা দিয়ে দীর্ঘসময় নারীর স্বাধীনতা বদ্ধঘরে আবদ্ধ রেখেছে -চকরিয়ায় মহিলা আওয়ামীলীগের সমাবেশে কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন

Chakaria Picture 14-10-2017এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি আলহাজ সাফিয়া খাতুন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, সহ-সভাপতি শিখা চক্রবর্তী, যুগ্ম সম্পাদক শিরীন রুখসানা, কামরুন্নেছা মান্নান, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী, আইন বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য আফরোজা বেগম, রেবেকা সুলতানা।

চকরিয়া পৌরসভা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা রেজুত আরা বেগম ও মহিলা আওয়ামীলীগ নেত্রী নিগার উম্মে সালমা এ্যানীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজা ফাতেমা মোস্তাক, সাধারণ সম্পাদিকা আয়েশা সিরাজ, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, আলহাজ ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, জেলা পরিষদের সদস্য ও বমুবিলছড়ি আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সোলতান আহমদ, চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, চকরিয়া পৌরসভা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফিরোজা আমজাদ।

সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বদিউল আলম, সাবেক চেয়ারম্যান রোস্তম আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান চেয়ারম্যান, নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া রেখা, পেকুয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মর্জিনা আক্তার, সাধারণ সম্পাদিকা ছেনুয়ারা আরা মেম্বার, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, প্রচার সম্পাদক আরিফ মাঈন উদ্দিন রাসেল। বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহানা বেগম, আনারকলি প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সাফিয়া খাতুন বলেছেন, স্বাধীনতার পরে বাংলাদেশে দীর্ঘসময় ধর্মের লেভাসে কিছু মানুষ নারীদের স্বাধীনতা ও অধিকার বদ্ধঘরে আবদ্ধ রেখেছে। পবিত্র ইসলাম ধর্মের অপব্যাখা দিয়ে এবং জনগনকে ভুল বুঝিয়ে সেইসময় কতিপয় মহল জনগনের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছে। এমনকি ৯১ সালের নির্বাচনের সময়ও দাঁিড়পাল্লায় ভোট দেয়ার আহবান জানিয়ে তাঁরা একই ধরণের প্রপাগান্ডা করেছে। এখনোও তাঁরা ভিন্ন উপায়ে এ অপতৎরতায় লিপ্ত রয়েছে। তাদের টার্গেট এ দেশের নারী সমাজ। তাই এব্যাপারে মহিলা আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামীলীগ ছাড়া আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে নারীদের অধিকার নিয়ে কথা বলেনি। ৯৬ সালে জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ম শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আসার পরই দেশে গুনেধরা কুসংস্কার ডিঙ্গিয়ে নারী সমাজের অধিকার নিশ্চিত করেছে। নারী জাগরণ বিকশিত করেছে।

সাফিয়া খাতুন বলেন, আগামীদিনেও দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে এবং বৈশম্য মুক্ত নারী অধিকার এবং সুশাসন নিশ্চিত করতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। কারণ জননেত্রী শেখ হাসিনার সরকারই পারেন দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় অব্যাহত রাখতে মহিলা আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মীকে সংগঠনের জন্য কাজ করতে হবে।#

পাঠকের মতামত: