ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ঈদগাঁওতে অদক্ষ, আনাড়ী, লাইসেন্সবিহীন ও অল্পবয়সী টমটম চালকদের দৌরাত্ম্য চরমে

tomtom_এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

জেলা সদরের বৃহৎ বানিজ্যিক উপ শহর ঈদগাও বাজার সহ পাশ্ববতী বিভিন্ন সড়ক উপসড়ক কিংবা চট্রগ্রাম ককসবাজার মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচল করছে ব্যাটারী চালিত যানবাহন। পাশাপাশি আনাড়ী, অদক্ষ ও অল্পবয়সী তরুনেরা টমটম ও অটোরিকশা চালাতে গিয়ে হরেক রকম দূঘটনার শিকার হন। নেই তাদের কোন ধরনের নুন্যতম প্রশিক্ষন।  তথ্য মতে, ককসবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাওতে আশংকাজনক হারে বেড়েই গেছে টমটম,অটোরিকশা সহ হরেক রকমের ছোট ছোট গাড়ী । এসব যানবাহন প্রধান ডিসি সড়ক ছাড়াও বাজারের অলিগলি এবং বৃহত্তর ঈদগাও তথা সাত ইউনিয়নের  প্রত্যান্ত গ্রামাঞ্চলের ছোট বড় সড়কে ভাড়া মারতে থাকে বেপরোয়া গতিতে।  কিন্তু অন্যান্য যানবাহনের তুলনায় ব্যাটারী চালিক গাড়ীর  চালকরা গাড়ী চালানোর নিয়ম কানুন বলতে কিছুই চিনে না। তারা যানবাহন চালানোর কাজে দক্ষতাসম্পন্ন না হওয়ার পরও পাড়া মহল্লার সড়ক পেরিয়ে এমনকি মহাসড়কে টমটম এবং অটোরিকশা চালাতে ব্যস্ত হয়ে পড়ে। এমন চিএ প্রতিনিয়ত ঈদগাঁও বাসষ্টেশন সহ মহাসড়কের অন্যান্য পয়েন্টে চোখে পড়ে। অনেক সময় দেখা যায়, ঢাকা বা চট্রগ্রামমুখী বড় বড় দুরপাল্লার বাসের সাথে পাল্লা দিয়ে জোরেশোরে বেপরোয়া গতিতে গাড়ী চালাচ্ছে অল্পবয়সী ও অদক্ষ চালকরা। তারা মহাসড়ক কাকে বলে সেটিও জানেনা। এছাড়া অল্প বয়সী তথা ১৫/১৬ বছরের যুব কিংবা তরুনরাই টমটম গাড়ী চালনার কাজে বেশিভাগই নিয়োজিত হয়ে পড়ে। আবার অনেকে পরিবার পরিজনের ভরনপোষন চালাতে এ পেশায় জড়িত হন বলে নিভরযোগ্য সূএে প্রকাশ।  যে বয়সে লেখাপড়া করে মানুষের মত মানুষ হওয়ার কথা, সে বয়সে যানবাহনের পেছনে সময় ব্যয়। সেসব বিষয়ে সচেতন মহলের মাঝে নানান প্রশ্নের সৃষ্টি হচ্ছে। এসব চালকরা সুযোগ পেলেই গ্রামীন সড়ক পেরিয়ে মহাসড়কে যেনতেন ভাবে টমটমসহ ছোট গাড়ী চালাতে গিয়ে নানা দূঘটনার শিকার হয়ে পড়ে। যার কারনে বহু সময় দূর্ঘটনায় অনেকে আহত হয়ে একাধিকজন পঙ্গুত্ব বরন করছে। পাশাপাশি আবার অনেকে মৃত্যুর সাথে পান্জা ও লড়ছে। অন্যদিকে এসব অসচেতন চালকরা নিজেরাও জানেনা তাদের কোন সময় কোন সাইটে অবস্থান করতে হবে। সেসব বিষয়াদি বুঝে উঠার আগেই অদক্ষতার পরিচয় হিসেবে তারা শোধ ও দাদন করা টাকা নিয়ে টমটম বা অটো এনে সড়কে নামায়। কিছুদিন পূবে ঈদগাও বাজার হয়ে এক ব্যবসায়ী তার মোটর সাইকেল নিয়ে প্রয়োজনীয় কাজে যাওয়ার কালে বাসষ্টেশন এলাকায় পৌছলে বাজারমুখী আলুভতি ভ্যানগাড়ি এবং টমটমের কবলে পড়ে  গুরুত্বর আহত হয়। এ সময় তার পায়ে আঘাত লাগে। এভাবে প্রতিনিয়ত টমটমের বেপরোয়া ভাড়া বানিজ্য বেড়েই চলছে।  তবে সচেতন লোকজনের মতে, ঈদগাও বাজার সহ উপ বাজার কিংবা সড়ক মহাসড়কের যেখানে সেখানে যানজটের অন্যতম কারন হচ্ছে ব্যাটারী চালিত এসব যানবাহন । লাইসেন্স বিহীন ও অল্প বয়সী চালকের বিরুদ্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন এখন সময়ের গনদাবীতে পরিনত হয়ে পড়েছে বলেও মত প্রকাশ করেন। তবে কয়েক শিক্ষার্থী দেশ বিদেশের এ প্রতিনিধিকে জানান, টমটম একদিকে সুবিধা হলেও অন্যদিকে বেশ অসুবিধার কারন হয়েও দাড়াঁয়। এছাড়াও নানা সময়ে ছোট বড় দূর্ঘটনায় পাশাপাশি যেখানে সেখানে গুরুত্ববহ স্পটে  জ্যাম সৃষ্টি করার আরেক নাম হচ্ছে ব্যাটারী চালিত যানবাহন। উল্লেখ্য যে, ১০ অক্টোবর সকালে ককসবাজার -চট্রগ্রাম মহাসড়কের ইসলামাবাদ খোদাইবাড়ী নতুন রাস্তার মাথা পয়েন্টে সৌদিয়া পরিবহন আর টমটমের সংঘর্ষে টমটম চালক সহ দুইজন মর্মান্তিক ভাবে নিহত হয়।

পাঠকের মতামত: