ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত

পুজা লাবন্য, চকরিয়া ::chakaria-pic-12.10.17
চকরিয়ায় মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ১২অক্টোবর বৃহস্পতিবার বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের হলরুম মোহনায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।”বাল্য বিবাহ কে না বলুন”এ স্লোগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাহেদুল ইসলামের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স) এম এ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, ইউপি চেয়ারম্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত উচমান,হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান, পুর্ব বড় ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, এনজিও প্রতিনিধি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.নোমান প্রমূখ।এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, নারীনেত্রী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

পাঠকের মতামত: