ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ন্যাশনাল কক্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে শেখ জামাল ক্লাব

চকরিয়া নিউজ ডেস্ক ::csj

হেভীওয়েট ম্যাচে ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ক্লাব চকরিয়া। প্রথম সেমিফাইনাল ম্যাচ অনেকটা ফাইনালের স্বাদ উপভোগ করেছে কক্সবাজার স্টেডিয়ামে আসা প্রায় দেড় হাজার দর্শক। তীব্র উত্তেজনাপূর্ন ম্যাচে রেফারীর বিতর্কিত সিদ্ধান্তে খেলা বন্ধ খাকা সহ ছিল সামান্য উত্তেজনা। তবে শেষ হাসি হেসেছে শেখ জামাল ক্লাব চকরিয়া। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা কতৃক আয়োজিত জেলা ফুটবল লীগের প্রথম সেমি ফাইনাল কে ঘিরে বেশ উৎসাহ ছিল সাধারণ দর্শক এবং ক্রীড়ামুদিদের মাঝে তাই খেলা শুরু হওয়ার আগে থেকেই কানাই কানাই পূর্ন জেলা স্টেডিয়াম । ৪ জন বিদেশী মধ্য মাঠে ঢাকার মাঠে তারকা খেলোয়াড় ইব্রাহিম গোল কিপারে জাতীয় দলের ২য় গোল কিপার জিকুর সমন্নয়নে গড়া দল শেখ জামাল ক্লাবকে ঘিরে দর্শকের যে প্রত্যাশা ছিল অনেক বেশি সেটা অবশ্য কিছুটা স্থবির হয়ে পড়েছে লোকাল ছেলেদের নিয়ে গড়া দল ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ কক্সবাজার। অবশ্য এই দলের ফরেন কালেকশন সানডে ও ইসমাঈল জাঙ্গোরার খেলা ছিল চোখে পড়ার মত। খেলার শুরুতেই ন্যাশনাল কক্স কৌশলি আক্রমনে গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে পারে নি। তবে ১৮ মিনিটে সানডেকে ডি বক্স্রের ভেতরে বাধা না দিলে হয়তো ফলাফল ভিন্ন হতো। উত্তেজনার শুরু হয় এখান থেকেই রেফারী মাহমুদ হাসান মামুন পেনাল্টির বাশিঁ বাজিয়ে পেনাল্টির ইশারাও করেছে এমনকি পেনাল্টি মারার জন্য পরিবেশও তৈরি করেছে তবে লাইন ম্যান শফি এতে আপত্তি করে তার মতে সেটা ডিবক্সের বাইরে তাই ফাউল হবে। এতে ন্যাশনাল কক্সের খেলোয়াড় এবং সমর্থকরা উত্তেজিত হয়ে পড়লে খেলা বন্ধ থাকে অনেক্ষন। পরে কমিঠির অনুরোধে আবার খেলা চালু হলে ৪২ মিনিটে বদলী খেলোয়াড় সাগর ন্যাশনাল কক্সের গোল রক্ষর মোবারকের বোকামিকে কাজে লাগিয়ে প্রথম গোলটি করে, এর মধ্যে বেশ কয়েক টি পরিকল্পিক আক্রমন ঠেকিয়ে দেয় শেখ জামালের দায়িত্বশীয় গোল রক্ষক জিকু। পরে ৫৭ মিনিটে আবারো জটলা থেকে বল জালে পাঠায় সাগর ব্যবধান ২-০। এর পরেও হাল ছাড়েনি ন্যাশনাল কক্সের খেলোয়াড়রা। ৫৭ মিনিটে তাদের একটি গোল করার সুযোগকে বাধাদিলে আবারো পেনাল্টি পায় তারা। এনে সানডে গোল করে ব্যবধান ২-১ করে। একটু পরেই বাজে রেফারীর শেষ বাশি। আজকের দ্বিতীয় সেমিফাইনাল ঃ ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা বনাম শতদল ক্লাব রামু।

পাঠকের মতামত: