ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

লেখনী শক্তির মাধ্যমে সমাজের অপশক্তি নির্মূল করতে হবে -রিপোর্টার্স সোসাইটির কার্যালয় উদ্ভোধনে বক্তারা

zzzzzzzzzzশাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর উপজেলা প্রতিনিধি ::

সাংবাদিকদের বস্তুনিষ্ট লেখনীর মাধ্যমে ঘুণে ধরা সমাজকে জাগ্রত করতে হবে। অস্ত্রের চেয়ে ভারী কলমের লেখনীর মাধ্যমে সমাজে অপশক্তি বিনাস করতে হবে। উম্মোচন করতে হবে সমাজ ও রাষ্ট্রের দূর্ণীতিগ্রস্থ কর্তাব্যক্তি ও অপরাধীদের গডফাদারদের। কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামী এ প্রতিপাদ্যকে বুকে ধারণ করে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে তুলে ধরতে হবে। সত্যের পথে এগিয়ে থাকলে কোন অপশক্তি সাংবাদিকদের দমিয়ে রাখতে পারবে না। সব ভয়ভীতিকে তোয়াক্কা না করে সকল অপশক্তির বিরুদ্ধে কলম চালিয়ে যেতে হবে। ৬ অক্টোবর বিকাল ৫টায় ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির নিজস্ব কার্যালয় উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী উপরোক্ত কথাগুলো বলেন। জালালাবাদ কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নুরুল আবছারের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সংগঠনটির সভাপতি এম. আবুহেনা সাগরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদের সঞ্চালনায় উদ্ভোধক হিসাবে বক্তব্য রাখেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার পোল্ট্রি ফিড মালিক সমিতির সভাপতি আবু তৈয়ব চৌধুরী, রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল কবির হেলাল, ঈদগাঁও সাংস্কৃতিক একাডেমীর সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, রিপোর্টার্স সোসাইটির পক্ষে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দীন আরফাত প্রমুখ। এসময় বক্তারা আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তথ্য প্রযুক্তি নির্ভর দেশে তথ্যবহুল সংবাদ পরিবেশন করে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি সরকারের উন্নয়নের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে হবে এবং সমস্যা সম্ভাবনাময় স্পটগুলো তুলে ধরে সরকারের নজরে আনতে হবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরঘোনা বিট কর্মকর্তা মনজুরুল ইসলাম, ঈদগাঁও ঔষধ কোম্পানীর এম.আরদের নেতা মো. জামসেদ আলী, রিপোর্টার্স সোসাইটি সহ-সভাপতি শফিউল আলম আজাদ, যুগ্ম সম্পাদক এইচ.এম রুস্তম আলী, সদস্য মিছবাহ উদ্দীন, রফিকুল ইসলাম লিটন, নিজাম উদ্দীন, এম. ছরওয়ার সিফা, ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি আশিকুর রহিম, কমিউনিটি পুলিশ নেতা মাহবুবুল আলম মাবু, যুবনেতা সালাহ উদ্দীন পুতু, ফয়েজ উল্লাহ, রিদুয়ান ইসলাম বাবু, হেডম্যান আবু তাহের। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে মুনাজাত পরিচালনা করেন রিপোর্টার্স সোসাইটির সদস্য হাফেজ এম. বজলুর রহমান। উল্লেখ্য, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির নিজস্ব অফিস ডিসি সড়কের পুরাতন রূপালী ব্যাংকের বিপরিতে নাহার মেডিকোর ৩য় তলায়।

পাঠকের মতামত: