ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে এতিম শিশুদের সুরক্ষায় এগিয়ে এসেছেন ইন্দোনেশিয়া

Pic Ukhiya 02-10-2017 (1)ফারুক আহমদ, উখিয়া ::

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প কেন্দ্র-১ এর এতিম শিশুদের মাঝে ইন্দোনেশিয়া উদ্যোগে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (২ অক্টোম্বর) বিকেলে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠির ৩০০ জন পিতা-মাতৃবিহীণ ছোট ছোট শিশুদের মাঝে পুষ্টিকর খাবার, খেলনা ও কাপড় প্রদান করা হয়। ইন্দোনেশিয়ার একটি শিশু ভিত্তিক প্রতিষ্ঠান এসিটি নামক একটি সাহার্য্য সংস্থা বিপন্ন ছেলে-মেয়েদের সাহার্য্যথে এগিয়ে আসে।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও হত্যার শিকার হয়ে রাখাইন রাজ্য হতে পিতা-মাতৃহীন শিশু মানবাধিকার সুরক্ষা ও পুর্ণবাসনের লক্ষ্যে ইন্দোনেশিয়া ভিত্তিক এসিটি নামক সংস্থা এগিয়ে আসে। উক্ত সংস্থা বেশ কয়েকদিন ধরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে জরিপ করে পিতা-মাতৃহীন ৩০০ জন শিশুকে সনাক্ত করে।

এটিসির কর্মকর্তাগণ জানান, এসব পিতা-মাতৃহীন অনাথ বা এতিম শিশুদেরকে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং সুরক্ষা করার জন্য কার্ড প্রদান করা হয়েছে। কার্ডধারী এতিম শিশুদেরকে পুষ্টিকর খাবার, চিকিৎসা এবং শিক্ষা দেওয়া হবে।

পাঠকের মতামত: