ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ভেজাল বীজ ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতিপূরণ দিতে হবে

Chakaria Picture 28-09-2017এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম বলেছেন- জননেত্রী শেখ হাসিনা দিন-রাত যেখানে কৃষি ও কৃষকের উন্নতি সাধনে কাজ করে যা”েছন, সেখানে কতিপয় অতি মুনাফা লোভী ব্যবসায়ী ভেজাল বীজ বিক্রি করে কৃষকদের ঠকিয়ে নিজেরা লাভবান হবে, তা কোনমতেই বরদাশত করা হবেনা। চকরিয়ায় সুপ্রীম সীড কোম্পানী উৎপাদিত এবং ¯’ানীয় পরিবেশক চকরিয়া বীজ ঘর কর্তৃক বাজারজাতকৃ অঙ্গারিকা ভেজাল মরিচ বীজ কিনে প্রতারিত হয়ে ক্ষুব্ধ চকরিয়া পৌর এলাকার ১ নং ও ২ নং ওয়ার্ডের শতাধিক কৃষক বিক্ষোভ মিছিল সহকারে গতকাল ২৮ সেপ্টেম্বর বিকেলে চকরিয়া সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোতে তাঁর সাথে সাক্ষাৎ করতে এলে তিনি তাদের একথা বলেন।

এর আগে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কৃষকদের সাথে চকরিয়া পৌর কৃষকলীগের নেতৃত্বে ভেজাল বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, ৫০ একর জমিতে মরিচ চাষ করে বীজ ভেজাল হওয়ায় চারা গজানোর পর তা নিষ্প্রাণ হয়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকা তাদের ক্ষতি হয়েছে। ওইসময় জননেতা রেজাউল করিম বলেন- ক্ষতিগ্র¯’ কৃষকরা বীজ কিনে লোকসান দিয়ে অভাব-অনটনের শিকার হয়েছে। কৃষি বিভাগ কর্তৃক এসব কৃষকদের তালিকা তৈরী পুর্বক তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করণে তাঁর পক্ষ থেকে সম্ভব সর্বপ্রকার প্রচেষ্টা চালানো হবে।

এসময় উপ¯ি’ত ছিলেন- জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন জয়নাল, আওয়ামীলীগ নেতা কাইসারুল হক চৌধুরী, চকরিয়া পৌর কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল, সাধারণ সম্পাদক আব্দল্লাহ্্ ফারুক লোটাস, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কাজী বোরহান উদ্দিন, চকরিয়া উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, পৌর ১ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মোঃ কালু, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাদশা, ২ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ছুট্টু, সহ-সভাপতি আব্দুর রহিম, চকরিয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, চকরিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুবিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ মারুফ, মোঃ আরমান, নুরুল আলম পৌর ছাত্রলীগ নেতা সাওনুল ইসলাম, জাহিদুল ইসলাম, ইয়াছিন আরাফাত মুন্না, আলমগীর, জসিম উদ্দিন, মোঃ ইউসুফ, রিসাত কলেজ ছাত্রলীগ নেতা আকাশ, তাফসীর, কফির উদ্দিন, সৌরভ, মিজবাহ, কাজী বুরহান উদ্দিন ও মোশাররফ হোসেন।#

পাঠকের মতামত: