ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ঈদগাঁওর মেধাবী শিক্ষার্থী ফাহিমের অবস্থার অবনতি : ঢাকা প্রেরন

এম আবুহেনা সাগর, নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও :::FB_IMG_1506495124837

ককসবাজার সদর উপজেলার  ঈদগাঁওতে বিদ্যুৎ ষ্পৃষ্টে আহত হওয়া মেধাবী শিক্ষার্থী ফাহিমের অবস্থার অবনতি দেখা দিয়েছে। তাকে এবার ঢাকা প্রেরন করা হয়েছে।  ২৬ সেম্পেম্বর দুপুরের দিকে ঈদগাঁও বাসষ্টেশনের আলমাছিয়া মাদ্রাসা গেইট সংলগ্ন স্থানে জৈনক এক কোচিং সেন্টারে কোচিং করতে গেলে ছাদের উপর বিদ্যুৎ ষ্পৃষ্টে হয়ে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলের নবম শ্রেনীর মানবিক বিভাগের মেধাবী ছাএ ফাহিম আহত হন। পরপরই তাকে স্থানীয়রা উদ্বার করে  ঈদগাঁওর চিকিংসা কেন্দ্রে নিয়ে আসলে, তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত জেলা শহরে প্রেরন করে। পর্রবতীতে এ দিন রাতেই আহত ছাএকে চট্রগ্রামে মেডিকেলে প্রেরন করা হয়। ২৭ সেম্পেম্বর দুপুরের দিকে বিদ্যুৎ ষ্পৃষ্টে আহত ফাহিমের অবস্থা আরো আশংকা জনক দেখা দিলে তাকে কর্তব্যরত চিকিৎসা চট্রগ্রাম থেকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রেফার করে বলে জানান তার মাতা মুহছেনা । তার পরিবার দিনে আয়-রোজগার করে দিনে খায়। এমন একটি গরীব অসহায় পরিবারের মেধাবী যুবক ফাহিমকে কষ্ট করে হলেও মানুষের মত মানুষ করে দেশ ও দশের কল্যানে সেবা করার মনমানসিকতা নিয়ে লেখাপড়া করাচ্ছিল। এ রির্পোট লেখা পযন্ত আহত ফাহিমকে নিয়ে মাতা মুহছেনা সহ তার পরিবার ঢাকা মুখী হচ্ছিল বলে জানা যায়।

পাঠকের মতামত: