ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

রোহিঙ্গাদের ত্রাণ দিলেন বিএনপির ভাইসচেয়ারম্যান শাহজাহান

নিজস্ব প্রতিবেদক ::

মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা মানবেতর জীবন কাটাচ্ছে। খাদ্য, চিকিৎসা ও বাসস্থান নিয়ে তারা নিদারুণ কষ্টে দিন যাপন করছেন। তাদের কষ্টে সাড়া দিয়ে মানবতার ডাকে ছুটে আসছে বাংলাদেশে মানুষ। তারা রোহিঙ্গাাদের মাঝে নানা ধরণের ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে এসেছেন বিএনপির ভাইসচেয়ারম্যান মো. শাহজাহান।

 বুধবার তিনি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের ১২’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, দিয়াশলাই, মোমবাতি, তেল, স্যালাইন ও গেঞ্জি।

 ত্রাণ বিতরণকালে মো. শাহজাহানের সাথে ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহববুর রহমান, কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, উখিয়ার উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সদস্য মোকতার আহামদ, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহামদ উজ্জল, জেলা ছাত্রদলের সভাপতি রাসেদুল হক রাসেল প্রমুখ।

ত্রাণ বিতরণকালে বিএনপির ভাইসচেয়ারম্যান মো. শাহাজাহান রোহিঙ্গাদের দু:খ-দুর্দশার কথা শুনেন এবং তাদের সান্ত¡না দেন।

পাঠকের মতামত: