ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক চাপকে ভয় করে না মিয়ানমার: সু চি

aung-sun-suki_1সি এন ডেস্ক:
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের তোপের মুখে পড়েছেন দেশটির নেত্রী অং সান সুচি। তবে কোনও ধরনের আন্তর্জাতিক চাপকে ভয় করেন না বলে জানান এই নেত্রী। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমি আন্তর্জাতিক নিরীক্ষণের ভয় করি না।’ একইসঙ্গে রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণে বিশ্বনেতাদের আহ্বান জানান।

তবে বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা পালিয়ে যাচ্ছে স্বীকার করে তিনি বলেন, যেকোনও ধরনের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানাই্ আমি। রাখাইন রাজ্যে সহিংসতার জন্য যারা দায়ী তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।

গত ২৫ আগস্টে রাখাইন রাজ্যে একটি পুলিশ ক্যাম্পে হামলার পর সামরিক অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। অভিযানে রোহিঙ্গাদের উপর নির্যাতন চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় বাড়ি। বিষয়টি নিয়ে কথা না বলায় আন্তর্জাতিক চাপের মুখে পড়েন সু চি। তারপর এবারই প্রথম মুখ খুললেন সু চি।

সু চি বলেছেন, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে তার সরকার কাজ করবে। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

পাঠকের মতামত: