ঢাকা,মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ইস্যুতে বৈঠক করতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

indunঅনলাইন ডেস্ক ::

রোহিঙ্গা সঙ্কট নিয়ো আলোচনার জন্য ঢাকায় পৌঁছেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার)  মো. কামরুল আহসান তাকে স্বাগত জানান। ঢাকা সফরে রেতনো মারসুদি প্রথমে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। পরে সন্ধ্যায় তিনি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ করবেন। সংক্ষিপ্ত সফর শেষে মঙ্গলবার রাতেই ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নিপীড়নের ঘটনায় সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় তীব্র ক্ষোভ তৈরি হওয়ার প্রেক্ষাপটে রেতনো মারসুদির এই সফর। বাংলাদেশে আসার আগে মিয়ানমার সফর করেন ইন্দোনেশিয়ার মন্ত্রী। সেখানে মুসলমান রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতা বন্ধের পদক্ষেপ নিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানান তিনি।

পাঠকের মতামত: