ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সদস্যসহ আটক ৩

atok অনলাইন ডেস্ক :::

বান্দরবানে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির ২ সদস্যসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার সকালে বান্দরবান-চিম্বুক সড়কের ওয়াইজংশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, আরাকান আর্মির সদস্য ম্যাসোয়াই (২০), খয়লিথোয়াই (২১) ও মোটরসাইকেল চালক উঞোম মারমা (২১)।

সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জানান, আটকরা মোটরসাইকেলযোগে ওয়াইজংশন ক্যাম্প পাশ কাটিয়ে যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হলে তিনজনকেই জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ সাড়ে ৯ লাখ টাকা, আরাকান আর্মির ব্যবহৃত সিল (কর্নেল পদবির), কয়েকটি মোবাইল সেট, মিয়ানমারের ডিকশনারি, একটি মোটরসাইকেলসহ অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি জানান, আটকদের অধিক জিজ্ঞাসাবাদের জন্য বান্দরবান সদরে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে খয়লিথোয়াই মারমার বাবা চয়নই আরাকান আর্মির কর্মকর্তা ছিলেন। সংগঠন ছেড়ে দেওয়ার পর তিনি বান্দরবান শহরের মধ্যমপাড়ায় বসবাস করতেন। তার ছেলে পরে একই সংগঠনে যোগ দেয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, জেলার থানছি উপজেলার সাংঙ্গু রিজার্ভের অরণ্যে লুকিয়ে থাকা আরাকান আর্মির সদস্যরা প্রায় সময়ই তাদের ব্যবহৃত জিনিসপত্র ও টাকার জন্য শহরে আসা যাওয়া করে থাকে।

 

পাঠকের মতামত: