ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ভূয়া নাম্বারে চকরিয়া স্পেশাল সার্ভিস, ছাড়িয়ে নিতে তদবির

কক্সবাজার সংবাদদাতা:

ভূয়া নাম্বারসহ ট্রাফিক পুলিশের হাতে আটক চকরিয়া স্পেশাল সার্ভিসের একটি বাস ছাড়িয়ে নিতে জোর লবিং-তদবিরে নেমেছে প্রভাবশালীরা।

ইতোমধ্যে কক্সবাজার ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার, ওসিসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে দফায় দফায় সমঝোতা বৈঠক করেছে মালিক দাবীদার পক্ষ। বৈঠকে গাড়ী ছেড়ে দিতে ট্রাফিক পুলিশকে মোটা অংক অফারও দেয়া হয়েছে বলে সুত্র জানিযেছে।

রবিবার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ট্রাফিক অফিসকেন্দ্রিক কয়েকজন শ্রমিকনেতার আনাগুনা বেশ লক্ষণীয়।

চট্ট মেট্টো-ছ ১১-১৯৯৮ নাম্বার লাগানো চকরিয়া স্পেশাল সার্ভিসের একটি বাস গত ২২ আগষ্ট বিমানবন্দর সড়ক থেকে আটক করে ট্রাফিক পুলিশ। পরে তাদের কাগজপত্র যাচাই করে নাম্বার ভুয়া প্রমাণিত হয়। এ বিষয়ে গাড়ীটির মূল মালিকপক্ষও তাদের অনুকূলে ডকুমেন্ট জমা দিয়েছে।

হিউম্যান হলার বাস মালিকদের সুত্রে জানা গেছে, চকরিয়া স্পেশাল সার্ভিসটির আসল নাম্বার কক্স-ছ ১১-০০৬২। শুধু গাড়ী নাম্বার নয়, সেচিস নাম্বারও পাল্টানো হয় বলে সুত্রটির দাবী।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপারের কাছে জানতে চাইলে তার অবগতি বা অনুমতি ছাড়া কোন গাড়ী ছাড়িয়ে নেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন।

পাঠকের মতামত: