ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়া বরইতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের কমিটি বিলুপ্ত ঘোষনা, নতুন আহবায়ক কমিটি

এম.জিয়াবুল হক, চকরিয়া :::sd

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে ২১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকদলের নির্দেশে ইউনিয়ন বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম বাবুল মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক আহবায়ক কমিটির সদস্য মঈনুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল কবির মিয়া , সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন মুরাদের সুপারিশক্রমে গতকাল ২৬ আগষ্ট চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এম নুরুদোজ্জা জনি, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পুতু, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি অনুমোদন দেন।

অনুমোদিত কমিটির নেতৃবৃন্দরা হলেন মো.ছরওয়ার আলম আহবায়ক, মোজাম্মেল হক, ফরহাদুল ইসলাম, ওসমান গনী, নেজাম উদ্দিন, ইমতিয়াজুল হক জাহাংগীর, মো.আরিফ, মিনহাজ উদ্দিন, মো.নোমান, সাইফুল ইসলাম, মো.জসিম, মো.জয়নাল, নুরুল আজিম, আবদুল হামিদ, আবু বক্কর, আরিফুল ইসলাম, মো.জমির, রিয়াজ উদ্দিন বাদশা, আজিজুর রহমান রানা, মো. হারুন, নুরুল ইসলামকে কমিটির সদস্য করা হয়েছে। অনুমোদিত কমিটিতে বরইতলী ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড সম্মেলন সম্মেলন করে আগামী তিনমাসের মধ্যে ইউনিয়ন কমিটির সম্মেলন করার নির্দেশ দেয়া হয়। একই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আলহাজ সালাহউদ্দিন আহমদ ও সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদ এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আগামীতে দলের সকল কর্মসুচিতে বেগমান ভুমিকা রাখার জন্য কমিটির সকলকে আহবান জানানো হয়েছে। #

পাঠকের মতামত: