ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়ায় প্রতিরক্ষা বিভাগের জায়গা জবর দখলের অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে!

dokholএম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়ায় প্রতিরক্ষা বিভাগের বিপুল টাকা দামের জায়গা জবর দখলের অভিযোগ উঠেছে মাষ্টার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় জমির লীজপ্রাপ্ত স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের প্রেক্ষিতে থানা ও পৌরসভা প্রশাসনে একাধিকবার বৈঠক হলেও অভিযুক্ত দখলবাজরা বৈঠকে উপস্থিত হচ্ছেনা। চকরিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ডের তরছপাড়া গ্রামে মাতামুহুরী নদীর তীরবর্তী এলাকায় ঘটেছে জায়গা জবরদখলের এ ঘটনা।

অভিযোগে জানা গেছে, চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের লক্ষ্যারচর তরছপাড়া গ্রামের মৃত ইছহাক আহমেদের পুত্র সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন মোহাম্মদ ইউচুপ আলী খান লক্ষ্যারচর মৌজায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (মিলেটারি ষ্টেট-এমইএস) মালিকানাধীন ৭০ শতক জমি লীজ গ্রহণ করেন। লীজ নিয়ে শান্তিপূর্ণভাবে তিনি ভোগ দখলেও রয়েছেন। সম্প্রতি ওই জমি জবর দখলে নিতে একই এলাকার একটি সংঘবদ্ধ চক্র প্রচেষ্টা চালায়। এমনকি জমিতে রোপিত ম্যালেরিয়াসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা উপড়ে ফেলেছে। ইতিপূর্বে গত ৩১জুলাই অভিযুক্তদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি জিডি ও অপর একটি নালিশী অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। বর্তমানে প্রতিরক্ষা বিভাগের জমি লীজগ্রহীতা স্থানীয় লোকজনকে অভিযুক্তরা নানাভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন অব: সার্জেন ইউচুপ আলী খান। ভুক্তভোগীরা এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত: