ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ইসির সংলাপে আমন্ত্রিত ৭১ সাংবাদিক

election-commissionঅনলাইন ডেস্ক ::

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩১ জুলাই থেকে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আগামী ১৬ ও ১৭ই আগস্ট নির্বাচন বিশেষজ্ঞসহ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, ১৬ই আগস্ট ৩৪ জন এবং ১৭ই আগস্ট ৩৭ জনসহ মোট ৭১ জন গণমাধ্যম প্রতিনিধিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের পরামর্শ ও মতামতের ওপর ভিত্তি করে কমিশন আগামী সংসদ নির্বাচনের জন্য নিজেদের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। সংলাপে কমিশন প্রণীত নির্বাচনী কর্মপরিকল্পনা বা রোডম্যাপ উপস্থাপন করে এ বিষয়ে গণমাধ্যম ব্যক্তিত্বদের মতামত নেয়া হবে। সংলাপের এজেন্ডায় নির্বাচন সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৬ই আগস্ট সংলাপে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তার মধ্যে রয়েছেন- দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, কলামিস্ট আবেদ খান, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, বিএফইউজে সভাপতি ও একুশে টিভির প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজউল্লাহ, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক আমানুল্লাহ কবীর, দৈনিক কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, কলাম লেখক বিভুরঞ্জন সরকার, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, জ্যেষ্ঠ সাংবাদিক কাজী সিরাজ, দৈনিক প্রথম আলোর উপ-সম্পাদক আনিসুল হক, দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আনিস আলমগীর, দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিষ ঘোষ সৈকত, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, জ্যেষ্ঠ সাংবাদিক পীর হাবিবুর রহমান, দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক বেগম ফরিদা ইয়াসমিন, দৈনিক দিনকাল সম্পাদক ড. রিজওয়ান সিদ্দীকি, সাংবাদিক/গবেষক আফসান চৌধুরী, সাপ্তাহিক সম্পাদক গোলাম মর্তুজা, সকালের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়, বিএফইউজে (একাংশ) মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ, জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল, দি এশিয়ান এজ’র সহযোগী সম্পাদক সৈয়দ বদরুল আহসান ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার।
১৭ই আগস্ট সংলাপে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলেন- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, বিডিনিউজ ২৪ ডটকম প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বাংলানিউজ ২৪ ডটকম’র এডিটর ইন চিফ আলমগীর হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-উর-রশীদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসির উদ্দিন আহমেদ, ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, রেডিও টুডে বার্তা প্রধান সেলিম বাশার, এবিসি রেডিও অনুষ্ঠান ও বার্তাপ্রধান সানাউল্লাহ আহমেদ, ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু, ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার, এটিএন বাংলার হেড অব নিউজ জ.ই মামুন, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা, চ্যানেল আই পরিচালক ও হেড অব নিউজ শাইখ সিরাজ, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, একুশে টিভির হেড অব নিউজ রাশেদ চৌধুরী, বাংলাভিশনের হেড অব নিউজ মোস্তফা ফিরোজ, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নির্বাহী সম্পাদক খালেদ মহিউদ্দীন, নিউজ ২৪ এর ব্যবস্থাপনা সম্পাদক হাসনাইন খুরশিদ, ডিবিসি নিউজের প্রধান নির্বাহী মঞ্জুরুল ইসলাম, বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী, মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজা, গাজী টিভির হেড অব নিউজ মেজবাহ আহমেদ, চ্যানেল ২৪ এর এডিটর ইনপুট তালাত মামুন, দেশ টিভির হেড অব নিউজ সুকান্ত গুপ্ত অলোক, যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, চ্যানেল নাইন’র হেড আব নিউজ আমিনুর রশীদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক মুস্তাফিজুর রহমান, মাই টিভির পরিচালক (বার্তা বিভাগ) জেকের উদ্দিন স¤্রাট, এস এ টিভির বার্তা সম্পাদক শরিফুল ইসলাম, দীপ্ত টিভির বার্তা সম্পাদক মাহমুদুল করিম চঞ্চল ও এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বিল্লাল হোসাইন বেলাল।

পাঠকের মতামত: