ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র বৃক্ষরোপণ অভিযান

aaaaaaaaaaaaপ্রেস বিজ্ঞপ্তি ::

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও প্রতিষ্ঠানে চারা রোপণ করা হয়েছে। ১২ আগস্ট শনিবার দুপুর ২টায় কক্সবাজারের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মো: ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচী সম্পন্ন হয়। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কক্সবাজার শাখার সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইকবালুর রশিদ আমিন সোহেল এর সভাপতিত্বে ও ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও সিটিএন সম্পাদক সরওয়ার সাঈদ এর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সোলতান। প্রধান বক্তা ছিলেন, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক দূর্যোগ থেকে বাঁচতে হলে, অধিক হারে বৃক্ষরোপন করতে হবে। বৃক্ষ মানুষের পরম বন্ধু যা অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড শোষন করে। অক্সিজেন আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান অনিস্বীকার্য। তাই সমাজের প্রতিষ্টানের সকলকে বৃক্ষরোপণ ও সাধারণ মানুষকে উৎসাহ দিতে এধরণের কাজ অব্যাহত রাখতে হবে। প্রধান বক্তা সরদার শরিফুল ইসলাম বলেন, আমরা যে হারে বৃক্ষ নিধন করছি, সে হারে বৃক্ষ রোপন করছিনা। ফলে প্রাকৃতিক বিপর্যয় বার বার এদেশে হানা দিচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে হলে, অধিক হারে বৃক্ষরোপন করতে হবে। পাহাড় ধস রোধ করার জন্য পাহাড়ের পাদদেশে প্রচুর পরিমানে বনজ বৃক্ষরোপন করতে হবে। বিশেষ অতিথি ছিলেন, জয়বাংলা কমিটি কক্সবাজার শাখার প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম খুরশেদুল ইসলাম চৌধুরী, মো: ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শওকত হোসেন চৌধুরী, কক্সবাজার পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক মুমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কক্সবাজার শাখার সহ-সভাপতি এডভোকেট আবু হেনা মোস্তফা কামাল, ইলিয়াছ মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাইন উদ্দিন, বাঁকখালী বাঁচাও আন্দোলন এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, এজি মডেল স্কুল এর উপাধ্যক্ষ ইসলাম মাহমুদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইলিয়াছ মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যথাক্রমে-মোস্তাক আহমদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, আমির সোলতান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী, কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাবের সভাপতি শামসুল আলম শ্রাবণসহ সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ। অনুষ্টান শেষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫০০ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

পাঠকের মতামত: