ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ঈদগাঁওতে ২২ হাজার জাল নোটসহ এক যুবক আটক

01মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

ঈদগাঁওতে জালনোট চক্রের এক প্রভাবশালী সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বাজারের ব্যবসায়ীরা। ৯ আগষ্ট বিকাল সাড়ে ৩টার দিকে হোটেল নিউ ফোরস্টার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঐ সদস্যের কাছ থেকে নগদ ২২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটক আবদুল জলিল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লার পাড়ার জনৈক আবু তালেবের পুত্র। আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বাজারে জাল নোট চক্র সক্রিয় হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য, প্রতি বছর মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার আগে সংঘবদ্ধ জাল নোট চক্রের সদস্যরা ক্রেতা সেজে জাল নোট দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল টাকার মালামাল হাতিয়ে নেয়। ফি বছর এ চক্রের কতিপয় সদস্য ঈদগাঁও বাজারে এসে এ অপকর্মে লিপ্ত হয়। বিগত বছরগুলোতে উক্ত চক্রের বেশ কয়েকজন সদস্যকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন। এবারও ঈদগাঁওতে জেলা ভিত্তিক সংঘবদ্ধ জাল নোট চক্রের অপতৎপরতার খবরে ব্যবসায়ী মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঈদগাঁও তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. খায়রুজ্জামান আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধৃত যুবকের বিরুদ্ধে যথাযথ আইনে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত: