ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

অচল কক্সবাজার পৌরসভা

ssশাহেদ মিজান, কক্সবাজার :::
১০ নং ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল কর্তৃক প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমকে মারধরের প্রতিবাদে অনিদিষ্টকালের কর্মবিরতি পালন করছে কক্সবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এই কারণে পৌর পরিষদের যাবতীয় কার্যক্রম বন্ধ রয়েছে। একই সাথে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমও বন্ধ রয়েছে বলে জানা গেছে। বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বুধবার সকাল ১১টায় পৌর কার্যালয়ের সামনে বিক্ষোভ সভা করেছে। এতে পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তারা বক্তব্যর রাখেন।

এতে তারা বলেন, কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল একজন উগ্র ও অভদ্র কাউন্সিলর। সে প্রভাব কাটিয়ে একে একে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে যাচ্ছেন। সর্বশেষ তার হাতে মারধরের শিকার হলেন প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম।
তারা আরো বলেন, এভাবে চলতে আরো বেপরোয়া হয়ে উঠবে ওই উগ্র কাউন্সিলর নোবেল। তাই আমাদের নিরাপত্তার জন্য বাধ্য হয়ে কর্মবিরতি ও রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছি। একই সাথে অভিযুক্ত নোবেলের বিরুদ্ধে পৌরসভার মেয়রকে বিচার দিয়েছি। কিন্তু পর্যন্ত মেয়র বিচার করেননি। এখন আমরা বাধ্য হয়ে জেলা প্রশাসকের কাছে যাবো।

অন্যদিকে কর্মবিরতির কারণে পৌরসভার সব বিভাগ বন্ধ থাকায় সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। এতে পৌরসভায় সেবায় নিতে আসা লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন হালনাগাদে ভোটার হতে ইচ্ছুকেরা। তারা সকাল থেকে পৌরসভার কার্যালয়ের চত্বরে অলস বসে রয়েছেন।

প্রসঙ্গত, উপ-নির্বাচনে কাউন্সিলর হয়ে আসা কাউন্সিলর নোবেলের অত্যচারে পৌরসভার সবােই  অতিষ্ঠ বলে অভিযোগ রয়েছে। পৌরসভার সচিবকে বন্দুক নিয়ে তাড়া করা, হিসাব রক্ষককে মাথায় বন্দুক ঠেকিয়ে চেক আদায় করা। কম্পিউটার অপারেটর, আরেক সিনিয়র কর্মচারীকে মারধর করেছে নোবেল। এমনকি বন্দুক নিয়ে প্রকাশ্য মেয়র সরওয়ার কামালকে হত্যার হুমকি দিয়েছিল।

পাঠকের মতামত: