ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় গ্রেপ্তার ২, ডিভাইস জব্দ ।। বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও আঙুলের ছাপ নেয়ার অভিযোগ

chakkচকরিয়া প্রতিনিধি :::

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সুযোগ নিয়ে নির্বাচন কমিশনের লোক পরিচয়ে চকরিয়ায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সরবরাহ এবং ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে আঙুলের ছাপ সংগ্রহের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় দুটি ইলেক্ট্রনিক্স ডিভাইস ও বিপুল পরিমাণ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। এঘটনায় প্রতারণার শিকার এক ব্যক্তি বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতরা হল- মহেশখালীর কালারমারছড়ার আবদুল ওয়াদুদের ছেলে তারেক আজিজ বিপ্লব (২৪) ও একই এলাকার মৃত জাফর সাদেকের ছেলে হাসান মাসুদ তৌহিদ (২৪)।

দুই প্রতারক প্রাথমিক জিজ্ঞাবাসাদে পুলিশের কাছে স্বীকার করে যে- মাঠপর্যায়ে তাদের একাধিক টিম এভাবে মানুষের কাছ থেকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে আঙুলের ছাপ সংগ্রহ করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের (সিন্ডিকেট প্রধান) নির্দেশে তারাও মাঠকর্মী হিসেবে এসব ডাটা নিচ্ছে লোকজনের কাছ থেকে। তবে কি উদ্দেশ্যে তারা এসব ডাটা সংগ্রহ করছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। অবশ্য পুলিশের ধারণা, সরকার মোবাইল সিমকার্ড বিক্রির ক্ষেত্রে রেজিস্ট্রেশন, ডিভাইসে আঙুলের ছাপ নেয়াসহ কড়াকড়ি আরোপ করায় অপরাধী চক্র সুবিধা করতে পারছে না। তাই ভোটার তালিকা হালনাগাদের চলমান কার্যক্রমের সুযোগ নিয়ে অপরাধী চক্রটি এ কান্ড করছে। মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টু বলেন, গত একসপ্তাহ ধরে এ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন ইউনিয়নে এভাবে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে এবং নির্বাচন কমিশনের লোক পরিচয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ এবং ডিভাইসের মাধ্যমে আঙুলে ছাপ নিচ্ছে। আজ (গতকাল) সকালে আমাদের বাড়ির কাছে পূর্ব বড় ভেওলার দুই নম্বর ওয়ার্ডের কদ্দাচোরা গ্রামের মোহাম্মদ নুরুল হুদার বাড়িতে গিয়ে তার স্ত্রী খালেদা বেগমের কাছ থেকেও একইভাবে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ডিভাইসে আঙুলের ছাপ নেয়। বিষয়টি সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়। চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘গ্রেপ্তারকৃত প্রতারক চক্রের ২ সদস্যের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার ধারায় মামলা করেছেন ভুক্তভোগী খালেদা বেগমের স্বামী নুরুল হুদা। তাদের আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদনও করা হয়েছে. অন্য কোন উদ্দেশ্য আছে কী-না তা জানতে।’

পাঠকের মতামত: