ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়ায়া সুফী মিজান ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ পরিবারে ত্রাণ বিতরণ

PHP RELIF 2চকরিয়া নিউজ ডেস্ক :::

সুফী মিজান ফাউন্ডেশনের উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর সৌজন্যে চকরিয়ার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গ্রামের বন্যাদুর্গত ৫ শতাধিক পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পহরচাঁদার কালা মিয়া সর্দার বাড়ি প্রাঙ্গণে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সুফী মিজান ফাউন্ডেশনের সচিব খোরশেদ আলী চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও খ্যাতিমান সংগীতশিল্পী সিরাজুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পহরচাঁদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ফরিদ আহমেদ, পহরচাঁদা ফাজিল সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শিক্ষক ছাবের মাহমুদ চিশতী, দৈনিক সমকালের সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার, সমাজসেবক সেলিম উল্লাহ বাহাদুর, আজিজুল হক, মোসলেম আহমেদ সর্দার, শামসুল হক, গণিমুদ্দীন, সিদ্দিক আহমেদ, গিয়াস উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সমাজসেবক আলী আহমেদ, ফিরোজ আহমেদ, সোনা মিয়া, আরফাত ত্বকী, মোহাম্মদ আরিফ, রাফি, হিফজুল ইসলাম, রুবেল, ইশতু, ইমন, জিসান, এরশাদ, মিনহাজ প্রমুখ।

উদ্বোধক খোরশেদ আলী চৌধুরী বলেন, ‘সুফী মিজান ফাউন্ডেশন আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। পিএইচপি ফ্যামিলির সবাই সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।’

প্রধান অতিথি শিল্পী সিরাজুল ইসলাম আজাদ বলেন, ‘পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী একজন মহান মানুষ। তিনি গরিব-দুঃখী মানুষকে অকাতরে দান করেন। তাই সুফী মিজান ফাউন্ডেশেন চট্টগ্রাম থেকে ত্রাণ নিয়ে আজ দুর্গত পহরচাঁদা গ্রামে ছুটে এসেছে, এটা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আমি সুফী মিজান ফাউনেডশন ও পিএইচপি ফ্যামিলির সবাইকে চকরিয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

সাংবাদিক নাসির উদ্দিন হায়দার বলেন, ‘পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ারুল হক চৌধুরী কয়েক দফা বন্যায় নিঃস্ব পহরচাঁদার গরিব মানুষের জন্য আজ যে ভালোবাসা দেখাল সেটা ইতিহাস হয়ে থাকবে। আমি গ্রামবাসীর পক্ষ থেকে সুফী মিজান ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই।’

পাঠকের মতামত: