ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বিশ্বের অন্যান্য স্বৈরশাসক বাংলাদেশের নিপীড়ন দেখলে লজ্জা পাবে: সোহেল

76403_shঅনলাইন ডেস্ক :::

ভোটারবিহীন একটি স্বৈরসরকার বাংলাদেশকে শোষণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল। বলেছেন, ইতিহাসে সারাবিশ্বে অনেক স্বৈরশাসক রয়েছেন। যারা বর্তমানে বাংলাদেশের সরকারকে দেখে লজ্জা পেতেন। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সভা-সমাবেশ করতে পারি না। মিছিল করতে পারি না। আর এখন ইনডোর প্রোগ্রামও করতে পারছি না। একটি রাজনৈতিক দলের সব থেকে শান্তিপূর্ণ কর্মসূচি সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পালনেও বাধার সম্মুখীন হচ্ছি। আমাদের সেই অনুষ্ঠানও করতে দেয়া হচ্ছে না।  রাজধানীর বাংলামোটর এলাকার প্লানার্স টাওয়ারে আয়োজিত ধানমন্ডি থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে নতুন সদস্য পদ সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে শাহবাগ থানা পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীকে অনুষ্ঠানের কর্মসূচির বিষয়ে অবহিত না করা এবং অনুমতি না নেয়ার অভিযোগ তুলে বাধা দিলেও বিএনপির নেতাকর্মীরা সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানে সম্পন্ন করেন। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর দলের ৫ জন নেতাকর্মীকে পুলিশ আটক করে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধানমন্ডি থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু কাওসার। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের যুগ্ম সম্পাদক শেখ রবিউল আলম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ। রবিউল আলম বলেন, দেশে রাজনৈতিক সঙ্কট চলছে। ঘরোয়াভাবে সদস্য সংগ্রহ কার্যক্রমও করতে পারছি না। এ থেকে পরিত্রাণের জন্য দেশের জনগণ অপেক্ষা করছে। আমাদের সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মুক্তির আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। কারণ বিএনপি জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিএনপির এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যে কাজ করছি। ধানমন্ডিতে ১০ হাজার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করতে চাই। ঢাকা মহানগরীতে ধানমন্ডিতে সবচেয়ে বেশি সদস্য সংগ্রহ করবে। আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবো ইনশাহ আল্লাহ।

পাঠকের মতামত: