ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বিক্ষোভের মুখে মুম্বাই ফেরত পাঠানো হয়েছে তসলিমা নাসরিনকে

taslঅনলাইন ডেস্ক :::

বিক্ষোভের মুখে ভারতের আওরঙ্গাবাদ শহরের বিমানবন্দর থেকে মুম্বাই শহরে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনকে। এ খবর দিয়েছে দ্য ইকোনমিক টাইমস অনলাইন। খবরে বলা হয়, তিনি গতকাল মুম্বাই থেকে ফ্লাইটে চড়ে সন্ধ্যায় চিকালথানা বিমানবন্দর বা আওরঙ্গবাদ বিমানবন্দরে নামেন। তবে সেখানে তার বিরুদ্ধে একদল বিক্ষোভকারী ‘তসলিমা ফিরে যাও’ ¯ে¬াগান দিয়ে বিক্ষোভ করছিলো। এমতাবস্থায় তাকে বিমানবন্দর থেকে বাইরে যেতে নিষেধ করে পুলিশ। পুলিশের ডেপুটি কমিশনার(জোন ২) রাহুল শ্রীরাম বলেন, ‘মহারাষ্ট্র রাজ্যের এই কেন্দ্রীয় শহরে(আওরঙ্গবাদ) সকল প্রকারের আইন ও শৃঙ্খলাজনিত সমস্যা এড়াতে নাসরিনকে পরবর্তী ফ্লাইটেই মুম্বাই ফেরত পাঠানো হয়।’ তিনি আরও বলেন, তসলিমা নাসরিনকে তার আওরঙ্গবাদ সফর বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। আর তিনি তা মেনে নেন। শুধু বিমানবন্দরে নয় আওরঙ্গবাদে তসলিমা নাসরিন যেই হোটেলে অবস্থান করার কথা ছিলো সেখানেও জড়ো হয়েছিলো বিক্ষোভকারিদের দল। 

পাঠকের মতামত: