ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

যাত্রীর ফেলে যাওয়া পৌনে ২ লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক

লামা প্রতিনিধি ::lama

যাত্রীর ফেলে যাওয়া ১ লাখ ৮৬ হাজার টাকা ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন লামা পৌর এলাকার রিকশাচালক মো. ফয়সাল (৪৫)। গতকাল শুক্রবার সকালে নিজ রিকশায় কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফেরত দিয়ে তিনি এ নজির স্থাপন করেন।

উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী নয়াপাড়ার বাসিন্দা কালাম মিয়ার ছেলে মো. ফয়সাল লামা পৌর এলাকায় রিকশা চালান।  শুক্রবার সকালে লামা বাজারের সুজন লাইব্রেরির মালিক মো. জোবায়ের দোকানের বই কিনতে ১ লাখ ৮৬ হাজার টাকা নিয়ে চকরিয়া যাওয়ার উদ্দেশ্যে ফয়সালের রিকশায় চড়ে লামা বাসস্টেশনে যান। জোবায়ের ভাড়া পরিশোধ করার পর ফয়সাল চলে যান।

পরে তিনি দেখেন, তার রিকশায় একটি পলিব্যাগ পড়ে আছে। ব্যাগ খুলে দেখেন ১ লাখ ৮৬ হাজার টাকা রয়েছে। বুঝতে পারেন, এ টাকা তার যাত্রীর। তিনি বিষয়টি অটো রিকশা সমিতির নেতৃবৃন্দকে জানান। সকাল ১১ টার দিকে লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, লামা বাজার সেক্রেটারি জাপান বড়ুয়া, লামা অটো রিকশা মালিক সমিতির সভাপতি নিজাম উদ্দিন, সেক্রেটারি মো. ইউছুপের উপস্থিতিতে চালক ফয়সাল লাইব্রেরি মালিককে টাকাগুলো ফেরত দেন। লাইব্রেরি মালিক খুশি হয়ে চালককে ৫ হাজার টাকা প্রদান করেন। জোবায়ের বলেন, ফয়সালের কাছে আমি চির কৃতজ্ঞ থাকব।

পাঠকের মতামত: