ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে বৃক্ষ রোপন করবে শিক্ষক-শিক্ষার্থীরা

cnবিশেষ প্রতিবেদক, চকরিয়া :::

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় আগামী ২৩জুলাই’১৭ইং সারাদেশের ন্যায় চকরিয়ার সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পালিত হবে বৃক্ষরোপন কর্মসূচী। এদিন দুপুর ১২টা থেকে ১টা পযর্ন্ত প্রাইমারী স্কুল পরিবারের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা অন্তত একটি করে বৃক্ষ চারা রোপন করবে এবং কর্মসূচীতে অংশ গ্রহণ করবে।

এ প্রসঙ্গে চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খুরশীদুল আলম চৌধুরী জানিয়েছেন, সরকারের শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে চকরিয়ার সকল প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করবেন এবং এ জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপন কর্মসূচী পালন করলেও এতে অংশ গ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেন চকরিয়া পেকুয়া আসনের মাননীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চকরিয়া। তিনি সকল প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠানকে বৃক্ষ রোপনের এ কর্মসূচী উৎসব মুখর পরিবেশে করার আহবান জানান।

পাঠকের মতামত: