ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কক্সবাজার সদরে ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজার সদর উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। এছাড়া সহকারি শিক্ষকের পদ শূন্য রয়েছে ২৭টি। এতে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী সদরে ২৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়া শূন্য রয়েছে ২৭টি সহকারি শিক্ষকের পদও। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওসমান গনি বলেন, শূন্যপদের বিপরীতে তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। নিয়মানুযায়ি প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হলো ৩৫ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং ৬৫ শতাংশ পদোন্নতির মাধ্যমে। আমরা নীতিমালা অনুযায়ি জৈষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির জন্য তালিকা প্রস্তুত করে প্রধান শিক্ষকের পদের জন্য প্রেরণ করেছি, আশা করি শিগগিরই সেখান থেকে প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে তালিকা পাঠাবে মন্ত্রণালয়। উল্লেখ্য,কক্সবাজারে সর্বশেষ ২০১৩ সালে ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল।

পাঠকের মতামত: