ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

পেকুয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

pekua-dc-newনিজস্ব প্রতিনিধি. পেকুয়া :

কক্সবাজার জেলার সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষা ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০১৭’ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা গত বৃহস্পতিবার পেকুয়া শহীদ জিয়া বিএমআই কলেজের হলরুমে অনুুষ্ঠিত হয়েছে। বিএম ইনষ্টিটিউটের অধ্যক্ষ ও শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যক্ষ ফরিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, অধ্যাপক ফখর উদ্দিন ফরায়েজী, অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম, অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ছফওয়ানুল করিম প্রমূখ। পেকুয়া মৌলভী সাঈদুল হক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কক্সবাজারের বৃহৎ এ মেধা বৃত্তি পরীক্ষায় প্রতিবছর কতুবদিয়া, পেকুয়া, চকরিয়া ও মহেশখালী উপজেলার ৪ সহ¯্রাধিক ছাত্র-ছাত্রী অংশ নিয়ে থাকে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ বৃত্তি পরীক্ষার পৃষ্টপোষকতা করেন। সভায় ২০১৭ সালের বৃত্তি পরীক্ষা আরো ব্যাপক হারে করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে ৩ টি কেন্দ্রের পরিবর্তে ৬ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানানো হয়। সূত্র জানায়, কুতুবদিয়ায় ১ টি, পেকুয়ায় ১ টি, চকরিয়ায় ২ টি ও মাতামহুরী সাংগঠনিক উপজেলায় ১ টি ও মহেশখালী উপজেলায় ১ টি কেন্দ্র করা হবে এবং ব্যাপক প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ আরো বৃদ্ধি করা হবে বলে জানানো হয়।

 

পাঠকের মতামত: