ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুর রশিদের স্মরণে ওলামা ঐক্য পরিষদের ইছালে ছাওয়াব মাহফিল

cnবিশেষ প্রতিবেদক, চকরিয়া :::

চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার জামে মসজিদের দীর্ঘ ২২বছরের খতিব, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের প্রবীণ শিক্ষক, ১নং ওয়ার্ড তরছপাড়া এবতেদায়ী মাদ্রাসার সুপার, চকরিয়া ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও চকরিয়া ওলামা ঐক্য পরিষদের প্রচার সম্পাদক বিশিষ্ট আলেমেদ্বীন মরহুম মাওলানা আবদুর রশিদ এর স্মরণে চকরিয়া ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে ইছালে ছাওয়াব মাহফিল ও স্মৃতিচারণ সভা গতকাল দুপুরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চকরিয়া ওলামা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ¦ মাওলানা হাফেজ মো: সিরাজ উল্লাহ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ ও ইসলামী ব্যক্তিত্ব মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম চকরিয়া উপজেলার ফিল্ড সুপার ভাইজার আবু বক্কর মোহাম্মদ রফিক, বক্তব্য রাখেন মাওলানা মো: আবুল হাসেম, মাওলানা মোশারফ হোছাইন, মাওলানা শামসুল আলম, মাওলানা মো: জামাল হোছাইন নুরী, মাওলানা জসিম উদ্দিন হেলালী, মাওলানা হাফেজ নোমান শিবলী, মাওলানা রেজাউল করিম, মাওলানা নুরুল কাদের, উপস্থিত ছিলেন মাওলানা জাফর আলম হামেদী, মাওলানা মিনহাজ উদ্দিন, মাওলানা মাশুক আহমদ, মাওলানা মোস্তফা কামালসহ ওলামায়ে কেরামগনসহ ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, মাওলানা আবদুর রশিদ ছিলেন সদালাপী, হাস্যোজ্জল ও ধর্মীয় বক্তা। তাহার মৃত্যুতে দ্বীন ইসলাম প্রচারের অপুরণীয় ক্ষতি হয়েছে। ##

পাঠকের মতামত: