ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জাতীয় যুবজোটের মাদক ও অনিয়মের বিরুদ্ধে মাসব্যাপী কর্মসূচী

সংবাদ বিজ্ঞপ্তি ::36

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র সহযোগী সংগঠন জাতীয় যুব জোট, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ১৩ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা জাসদ কার্যালয়ে জাতীয় যুব জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি রমজান আলী সিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ হিমুর সঞ্চালনায় কার্যকরী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কক্সবাজারে উদ্বেগজনক হারে মাদক ব্যবসা ও মাদকাসক্ত এবং বিভিন্ন অনিয়ম আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় আগামী একমাস ব্যাপী মাদক ও অনিয়মের বিরুদ্ধে কক্সবাজারের জেলা প্রশাসক চত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশাল মিছিল, পথসভা ও সমাবেশের কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় যুব জোট কক্সবাজার জেলা সহ-সভাপতি আবদুর রহিম, সাংবাদিক এম শাহজাহান চৌধুৃরী শাহীন, মোঃ আজম, অর্থ সম্পাদক দিদারুল আলম দিদার, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, মোঃ আব্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, উখিয়া উপজেলা যুব জোট সভাপতি একরামুল হক কন্ট্রাক্টর, যুব জোট নেতা জাফর আলম, রুবেল হোসেন রানা, খাইরুল ইসলাম অভি প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দরা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় কক্সবাজারের চিত্র পাল্টে দিচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রায় যদি অনিয়ম প্রবেশ করে তাহলে উন্নয়ন কর্মকান্ড মুখতুবড়ে পরবে। তাই সকল অনিয়মের বিরুদ্ধে জননেতা হাসানুল হক ইনুর নেতৃত্বে যুব জোট সোচ্ছার ছিল এবং থাকবে সবসময়। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে কিছু সংখ্যক কুলাঙ্গার মিয়ানমার থেকে দেশে মরণ নেশা ইয়াবার প্রবেশ ঘটিয়ে দেশের যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তাই ওই সকল মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে যাচ্ছে জাতীয় যুব জোট এর ধারাবাহিকতায় আগামী একমাস ব্যাপী যে কর্মসূচী গ্রহন করা হয়ছে তা সফল করার জন্য কক্সবাজারের সকল সচেতন নাগরিকদের প্রতি আহবান জানানো হয়। এছাড়াও জাসদ সভাপতি ও সফল তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা হাসানুল হক ইনুর নেতৃত্বে দেশে জঙ্গীবাদ ও আগুন সন্ত্রাস বিরোধী যে আন্দোলন চলছে তা সফল করতে এবং শান্তিময় উন্নত বাংলাদেশ গড়তে আগামীতে আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪দলীয় জোটকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখার আহবান জানানো হয়।

পাঠকের মতামত: