ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি ।। পানিবাহিত রোগ নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে ১৯টি মেডিক্যাল টিম

chakচকরিয়া প্রতিনিধি :::

কক্সবাজারের চকরিয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। অনেক ইউনিয়নের উঁচু স্থান থেকে নেমে গেছে বানের পানি। অবশ্য অপেক্ষাকৃত নিম্নাঞ্চলে এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে হাজার হাজার মানুষ। পানি নেমে গেলেও চরম দুর্ভোগে নিপতিত হয়েছে বন্যাদুর্গত মানুষ। বরাবরের মতোই অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে বড় বড় খাদ এবং খানা-খন্দকের সৃষ্টি হওয়ায়। উপকূলীয় ইউনিয়নগুলোতে সেই দুর্ভোগের মাত্রা আরো বেড়েছে। অবশ্য পানিবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগের বেশ কয়েকটি মেডিক্যাল টিম মাঠে কাজ করছে। এদিকে এবারের ভয়াবহ বন্যায় তিন লাখ দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণের জন্য প্রথমে ১ লাখ টাকা বরাদ্দ দেয়ার পর এবার মাত্র ৫ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এক্ষেত্রে বরাদ্দ চাওয়া হয়েছিল ১০০ মেট্রিক টন চাল ও নগদ ৫ লক্ষ টাকা।

জানা গেছে, টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বসতবাড়ি হারিয়েছে অন্তত দুই শতাধিক পরিবার। পানিতে ভেসে গেছে চিংড়ি ঘের, মৎস্য প্রকল্পের শতকোটি টাকার মাছ। এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে রয়েছে বানের পানিতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মোহাম্মদ ছাবের জানান, বর্তমানে বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্য বিভাগের চার সদস্য করে ১৯টি মেডিক্যাল টিম কাজ করছে। এছাড়াও ৮ সদস্যের একটি টিম হাসপাতালে সর্বদা প্রস্তুত রয়েছে আগতদের জরুরি সেবা দিতে। এছাড়াও কমিউনিটি ক্লিনিকগুলোতেও বিশেষ ব্যবস্থায় দুর্গতদের দেয়া হচ্ছে চিকিৎসাসেবা। উপজেলা নির্বাহী কর্মকতা মো. সাহেদুল ইসলাম বলেন, ‘কয়েকটি ইউনিয়ন ছাড়া বাকী ইউনিয়নগুলো থেকে বানের পানি নেমে গেছে। অবশ্য নিন্মাঞ্চলে এখনো পানি অবস্থান করছে। পানি নামার পর যাতে কোন পানিবাহিত রোগ ছড়িয়ে না পড়ে সেজন্য মেডিক্যাল টিম মাঠে কাজ করছে। এছাড়াও অন্য দপ্তরগুলোর সংশ্লিষ্ট সকলকে দুর্যোগ পরবর্তী নানা কাজে নিয়োজিত করা হয়েছে।’

চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বানভাসি মানুষ সত্যিই কষ্টে আছে। এই কষ্ট যাতে সহসা লাঘব করা যায় সেজন্য উপজেলা প্রশাসন কাজ করছে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে ৫ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সেই চাল আগামীকাল (আজ) থেকে বিতরণ করা হবে।’ তিনি আরো বলেন, ‘বন্যাদুর্গতদের মাঝে বিলি করার জন্য পর্যায়ক্রমে আরো চাল বরাদ্দ দেয়া হবে বলে আমাকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মহোদয়।’

পাঠকের মতামত: