ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

উখিয়ায় প্রবল বর্ষণে ৪০ গ্রাম প্লাবিতঃ নিখোজ ৫

ukhiya 3ফারুক আহমদ, উখিয়া :::

প্রবল বর্ষণে কক্সবাজারের উখিয়ার ৪০টি গ্রামের ৫ শতাধিক ঘর-বাড়ি প্লাবিত ও হাজার হাজার মানুষ পানি বন্দিহয়ে পড়েছে । বিস্ত সুত্র জানিয়েছে উপজেলায় প্রায় ৫ ব্যক্তি নিখুজ রয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে পানি বন্দী স্থানীয়রা জানিয়েছে। বর্ষনের কারনে কক্সবাজার টেকনাফ সড়কের বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন তাকার কারনে যোগাযোগ বন্দ হয়ে পড়েছে। ঘর বাড়ি বিধস্ত হওয়ার কারনে দিকাদিক ছুটা ছুটি করেছেন নিরাপদ আশ্রয়ের খুজে।

পালংখালী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান এম গফুর উদ্দিন জানিয়েছেন উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পালংখালী ও রাজাপালং ইউনিয়ন। পালংখালীর আঞ্জুমান পাড়া, পশ্চিম পালংখালী,পন্ডীত পাড়া, রহমতের বিল সহ প্রায় ১০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। একই অভিমত জানিয়েছেন রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। তিনি জানিয়েছেন উখিয়া সদর সহ সব গ্রাম পানির নিচে। হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। অনেকে এখনও নিরাপদে আশ্রয় নিতে পারেনি বলে তিনি জানিয়েছেন।

এছাড়া অতিবৃষ্টির ফলে টেকনাফের ডাইভারশন সড়ক প্লাবিত হয়ে কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় পর্যটন বাহী যান বাহন ঘন্টার পর ঘন্টা রাস্তার উপরে দাড়িয়ে তাকতে দেখা গেছে। এদিকে ২দিনের অবিরাম বর্ষণে উখিয়া উপজেলার পালংখালী, রাজাপালং, জালিয়াপালং, হলদিয়াপালং ও রতœাপালং ইউনিয়নের প্রায় ৫ শতাধিক ঘর-বাড়ি প্লাবিত হয়েছে। এতে বিভিন্ন বহু কাঁচাঘর সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার কারনে চরমভাবে দুভোগে পড়েছে সাধারন মানুষ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন জানিয়েছেন উখিয়ায় বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখনও ক্ষতির পরিমান জানা যায়নি।

পাঠকের মতামত: