ঢাকা,মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

চকরিয়ার জনগণকে রক্ষায় মাতামুহুরী নদীর অবৈধ বাঁধ কেটে দিন ও স্লুইচ গেইট খোলা রাখুন -রেজাউল করিম

প্রেস বিজ্ঞপ্তি :Rezaul-Korim-720x540-720x540
চকরিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন বন্যায় প্লাবিত মৌসুমী প্রবল বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে চকরিয়া উপজেলার প্রতি ঘরে ঘরে পানি উঠে গেছে। জনগণ অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে আছেন। কক্সবাজার জেলা আওয়ামী লীগ সহ সভাপতি, কৃষকলীগ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান জননেতা রেজাউল করিম গতকাল চকরিয়ার বন্যায় তলিয়ে যাওয়া কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করেন খুটাখালী, ডুলাহাজারা, লক্ষ্যারচর, কাকারা সহ বেশ কয়েকটি ভাঙ্গন এলাকা দেখেন।
পরিদর্শনকালে চকরিয়ার অন্যান্য এলাকার খোঁজখবর নিতে গিয়ে জানতে পারেন সাহারবিল ইউনিয়নে শাহপুরায় মাতামুহুরী নদী পানি বদরখালী সড়কের উপর দিয়ে পূর্ব বড় ভেওলায় ঢুকে পড়ছে এবং কুরুইল্লার কুমের বাঁধ ভেঙ্গে বি.এম.চর ইউনিয়নে প্লাবিত হয়েছে। তিনি বমু বিলছড়ি, মানিকপুর-সুরাজপুর, কাকারায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানতে পেরেছেন এবং কৈয়ারবিল, বরইতলী ইউনিয়ন পানিতে তলিয়ে গিয়ে যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়েছে বলে জেনেছেন। তিনি জানতে পারেন পৌরসভার কেরাইয়াঘোনা, কাহারিয়াঘোনা, হাল কাকারা, কুছপাড়া সহ প্রায় পৌরসভার ঘরবাড়িতে পানিতে নিমজ্জিত। তিনি প্রতিটা স্থানে বন্যায় অসহায় মানুষকে আশ্বস্থ করেন সরকারের সহযোগিতায় প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানান বিশেষ করে তিনি মাতামুহুরী নদীতে অবৈধ বাঁধের কারণে পৌরসভা সাহারবিল, পূর্ব বড় ভেওলা, বি.এম.চর, বরইতলী ইউনিয়ন বন্যার পানিতে ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ ডুবে গেছে বলে মনে করেন। তিনি পরিদর্শনকালে বিভিন্ন স্থানে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন প্রাকৃতিক দূর্যোগ প্রধান বাংলাদেশে বন্যা, ঝড়, ঘূর্ণিঝড় সব সময় হয়ে এসেছে তিনি আল্লাহর উপর ভরসা রেখে বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আছে তাই জনগণ খুব দ্রুতই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সক্ষম হবে। তিনি মাতামুহুরী নদীর সকল বাঁধ কাটার দাবী করেন এবং স্লুইচ গেইট খোলা রাখার পরামর্শ দেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম চেয়ারম্যান, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ডা. ফরিদুল হক, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম সেলিম, পৌরসভা কৃষকলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক লুটাস, প্রবীন আওয়ামী লীগ নেতা নুরুল আবছার, আজহার উদ্দিন, জামাল উদ্দিন, শামশু মেম্বার, জেলা ছাত্রলীগ নেতা ইরফানুল হক হিমু, কৃষকলীগ নেতা সোলাইমান মেম্বার, খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কায়সার বাবুল, বর্তমান সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বাপ্পী, খুটাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাঈদ মোঃ আনোয়ারুল আজিম, যুবলীগ নেতা ওমর ফারুক, ছাত্রলীগ নেতা রমিজ উদ্দিন প্রমুখ।

পাঠকের মতামত: