ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

গ্যাস সংকট দূর করতে চেষ্টা করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

image_147742_0নিজস্ব সংবাদদাতা :

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘অনেক নতুন কূপ খনন করেছি। বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি) আমরা শক্তিশালী করেছি। গ্যাস অনুসন্ধানও চলছে। কিন্তু তারপরও সংকট যে কিছু নেই তা বলব না। সংকট আছে, এই সংকট দূর করতে আমরা চেষ্টা করে যাচ্ছি।’’
বুধবার জাতীয় সংসদ ভবনে দশম সংসদের নবম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রামের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের উত্তরে সংসদে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সংসদ নেতা বলেন, ‘‘রান্নার কাজে ব্যবহারের জন্য এলপিজি গ্যাস, সিলিন্ডার, এগুলোর ওপর থেকে ট্যাক্স তুলে দেয়া হয়েছে। বিনিয়োগকারী যাতে আসে তার ব্যবস্থাও আমরা নিচ্ছি। সংকট কাটানোর চেষ্টা আমরা করে যাচ্ছি।’’

প্রধানমন্ত্রী বলেন, ‘‘শীতকালে গ্যাসের ব্যবহারটাও একটু বেড়ে যায়। সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য ব্লক চিহ্নিত করেছি। টেন্ডার দেয়া হয়েছে। আমরা কিন্তু বসে নাই। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু এ বিষয়ে গুরুত্ব দেয়নি। গ্যাসের সমস্যা সমাধানে যথেষ্ট পদক্ষেপ নেয়ার পরও কিছু সমস্যা আছে।’’
প্রধানমন্ত্রী বলেন, ‘‘সাধারণত শীতকালে গ্যাস অনেকটা জমে যায়, সরবরাহটাও কমে যায়। সে জন্য শীতকালে গ্যাসের সমস্যাটা দেখা যায়। গ্যাস একটা প্রাকৃতিক সম্পদ, এর একটা সীমাবদ্ধতা আছে। আমরা কিন্তু সরকারে আসার পর গ্যাসের উৎপাদন অনেক বৃদ্ধি করেছি। বৃদ্ধি করলেও যেহেতু উন্নয়ন হচ্ছে চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। বাইরে থেকে যদি আমরা গ্যাস আনতে পারি, হয়তো বা আমরা এই সমস্যার সমাধান করতে পারব।’’

পাঠকের মতামত: