ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

‘বিচার বিভাগের প্রতি মানুষের ভরসার জায়গা অটুট থাকলো’

অনলাইন ডেস্ক ::Moudud

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদূদ আহমেদ বলেছেন, বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার মাধ্যমে আদালতের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণœ রইলো। সরকারের দূরভিসন্ধি নস্যাৎ হলো। বিচার বিভাগের প্রতি মানুষের ভরসার জায়গা অটুট থাকলো। সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিচারকদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেয়া রায় বহাল রাখেন। এ রায়ের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপি’র এই নেতা। তিনি আরও বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণেœর অপচেষ্টা করেছিল। আদালতের রায়ে তা নস্যাৎ হয়েছে।

পাঠকের মতামত: