ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ

papক্রীড়া প্রতিবেদক :::
২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে বাছাই পর্বে খেলতে হবে না বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি আশা করেছেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাংকিংয়ে শীর্ষ আটেই থাকবে বাংলাদেশ।

রোববার এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, “এখন পর্যন্ত যে হিসাব, হয়তো অনেকেই মনে করছেন বাংলাদেশকে বাছাই পর্বে খেলতে হবে। তবে আমি বলব, বাংলাদেশ এবার সরাসরি বিশ্বকাপ খেলবে। আইসিসি যে পরিকল্পনা নিয়েছে, আমরা সেভাবেই এগুচ্ছি। তা ছাড়া আমাদের সঙ্গে অন্য দলগুলোর পয়েন্টের ব্যবধান এত বেশি যে, অন্য কিছু হওয়ার সম্ভাবনা দেখছি না। বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে না।”

র্যাংকিংয়ে সাত নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯৪। আর নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। বাংলাদেশের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১৭। তাই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে অনেকটাই অসম্ভব বাংলাদেশকে টপকে যাওয়া।

তা ছাড়া ভারতের কাছে দুই ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের হার আর জিম্বাবুয়ের কাছে শ্রীলঙ্কার হার বাংলাদেশকে নিয়ে গেছে এক রকম নিরাপদ অবস্থানে।

পাঠকের মতামত: