ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

গরুর মুখোশ কেন পরছেন ভারতের নারীরা?

_96683018_snapseed_2_303765

ভারতীয় নারীরা গরুর মুখোশ পরে ছবি তুলছেন বিভিন্ন জায়গায়। এই নারীদেরকে দেখা যাচ্ছে দিল্লির ইন্ডিয়া গেটের কাছে, কলেজের ক্লাশরুমে, ট্রেনের কামরায়; এমনকি রাষ্ট্রপতি ভবনের সামনেও।

এই ছবিগুলি আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটি আসলে ভারতীয় সমাজে নারী কতটা অবহেলা আর নিরাপত্তাহীনতার শিকার, তা তুলে ধরতে এক অভিনব প্রতিবাদ। খবর বিবিসির

২৩ বছরের ভারতীয় ফটোগ্রাফার সুজাত্র ঘোষ এই ফটোগ্রাফি প্রজেক্ট শুরু করেন ভারতে এখন গো-রক্ষার নামে যা ঘটছে তা দেখে। তিনি যে প্রশ্নটি ছুঁড়ে দিতে চেয়েছেন তা হলো, ভারতের কি মেয়েরা গরুর চাইতেও অধম?

গরুর মুখোশ কেন পরছেন ভারতের নারীরা?

সুজাত্র যে প্রশ্নটি ছুঁড়ে দিতে চেয়েছেন তা হলো, ভারতের কি মেয়েরা গরুর চাইতেও অধম? – বিবিসি

গরুর মুখোশ পরিয়ে সুজাত্র মেয়েদের ছবি তুলেছেন নানা জায়গায়।

ফটোগ্রাফার সুজাত্র ঘোষ বিবিসিকে বলেন, ‘আমার দেশে মেয়েদের তুলনায় গরুকে যে এত বেশি গুরুত্ব দেয়া হয়, সেটা দেখে আমি বিচলিত। এখানে একজন মেয়ে ধর্ষিত বা লাঞ্ছিত হওয়ার পর বিচার পেতে যে সময় লাগে, তার চেয়ে অনেক দ্রুত বিচার পায় একটি গরু, কারণ হিন্দুরা এই গরুকে পবিত্র মনে করে।’

ভারতে প্রতি পনের মিনিটে একজন নারী ধর্ষিত হয়। এধরণের খবরের জন্য প্রায়শই ভারতে সংবাদ শিরোণাম হয়।

গরুর মুখোশ কেন পরছেন ভারতের নারীরা?

সুজাত্র ঘোষ বলেন, ‘এসব অপরাধের মামলা চলতে থাকে বছরের পর বছর। অথচ যখন একটি গরু জবাই করা হয়, তখন হিন্দু চরমপন্থী গোষ্ঠীগুলো গিয়ে তখনই সন্দেহভাজনদের ধরে পিটিয়ে মারে।’

সুজাত্র ঘোষ এই হিন্দু গোরক্ষা গোষ্ঠীগুলোর তৎপরতা এবং তাদের প্রভাবের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই তিনি এই অভিনব ফটোগ্রাফির ধারণা নিয়ে কাজ শুরু করেন।
সূত্র: বিবিসি

পাঠকের মতামত: