ঢাকা,শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

চকরিয়া-পেকুয়ায় নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামীলীগের ভেতর কোন ধরণের বিভেদ নেই -জাফর আলম

Chakaria Pic 23-06-2017.

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

বাংলাদেশ আওয়ামীলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উৎসব মুখর আয়োজনে আলোচনা সভা ও বিশাল ইফতার পাটির আয়োজন করা হয়েছে। চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও ইফতার পাটির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মো.নুরুল আবছার, প্রবীণ আওয়ামীলীগ নেতা এডভোকেট মমতাজ আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল কাদের বিকম, আমিনুল হক বিএসসি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা ছরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, বাবু এমআর চৌধুরী, ছৈয়দ আলম কশিশনার, মোহাম্মদ মুছা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, নারী ভাইস চেয়ারম্যান শাফিয়া বেগম শম্পা, উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনি শাহেদা জাফর, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসনি বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন জয়নাল, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা পরিষদের সদস্য ও বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সোলতান আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, টৈইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক শফিউল আলম বাহার, প্রচার সম্পাদক আবু মুছা দুবাই। বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পৌরসভা আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ চৌধুরী, পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাষ্টার আবদুল জলিল, খুটাখালী আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল আজাদ, ডুলাহাজারা আওয়ামীলীগের সভাপতি হাজী জামাল হোছাইন, সাধারণ সম্পাদক সাইফুল এহেছান, ফাসিয়াখালী আওয়ামীলীগের সভাপতি মেম্বার সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আবছার, লক্ষ্যারচর আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, সাধারণ সম্পাদক খ.ম বুলেট, কৈয়ারবিল আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু, বরইতলী আওয়ামীলীগের সভাপতি মাস্টার বেলাল আহমদ, সাধারণ সম্পাদক নুরুল আলম, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন মিরাজ, দারুসচ্ছালাম মো,রফিক, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন, চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, মাতামুহুরী উপজেলা যুবলীগের আহবায়ক আনসারুল করিম, যুগ্ম আহবায়ক কাইসারুল হক বাচ্ছু, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক যুগ্ম সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, যুগ্ম সম্পাদক কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, প্রচার সম্পাদক আরিফ মাইন উদ্দিন রাসেল, পৌরসভার কাউন্সিলর জিয়াবুল হক, নজরুল ইসলাম, পৌরসভা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আবুল হাশেম, পৌরসভা আওয়ামীলীগের সদস্য কবিরাজ ফজল করিম চৌধুরী, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, মাতামুহুরী ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বেলাল, উপজেলা চেয়ারম্যানের সহকারি যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদর, জিএম পারভেজ, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা প্রমুখ নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সাহারবিল আনোয়ারুল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী ও চকরিয়া উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন ফারুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনার দক্ষ নেত্বত্বে চকরিয়া-পেকুয়া মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সকলস্থরের নেতাকর্মী এখনো অবিচল রয়েছে। সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে এবং আগামী নির্বাচনে এ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা এক এবং অভিন্ন। কিন্তু নেতাকর্মীকে ঐক্য বিনষ্ট করতে ইদানিংকালে ফেইসবুকের মাধ্যমে কিছু নেতাকর্মী চকরিয়া পেকুয়া উপজেলার আওয়ামীলীগের রাজনীতি নিয়ে ঘোলা পানি মাছ শিকার করতে শুরু করেছে। তাদের জেনে রাখা ভাল, অতীতে যাঁরা দলের দু:সময়ে নেতাকর্মীদের পাশে মাঠে ছিলনা, তাকে মুখে ফেইসবুকের কাল্পনিক রাজনীতি শোভা পায়না। নেতাকর্মীরা এখন অনেক সজাগ ও পরিপক্ক। নেতাকর্মীরা জানে এ জনপদে ত্যাগের রাজনীতিতে কার কোন ধরণের অবদান আছে। তিনি বলেন, চকরিয়া-পেকুয়ায় বর্তমান সময়ে নৌকার বিজয় নিশ্চিত করতে অভিজাত্য ও ফেসইবুক রাজনীতির দরকার নেই। তাই বলি সময় থাকতে জনতার কাতারে আসুন, ফেইসবুক রাজনীতি বন্ধ করুন, এখানের রাজনীতিতে হঠাৎ করে নাজিল হওয়ার দিনশেষ। জনসমর্থন আদায় করতে হলে জনগনের এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের মনজয় করতে হবে। চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, আওয়ামীলীগের ভেতর কোন ধরণের বিভেদ নেই, তবে নেতাকর্মীদের মাঝে মতানেক্য থাকতে পারে, তা আলোচনা টেবিলে সমাধান করা সম্ভব। চকরিয়া উপজেলা আওয়ামীলীগেনর বিশাল ইফতার মাহফিলের এ অনুষ্ঠান থেকে শিক্ষা নিয়ে সকলকে তিনি আগামী সংসদ নির্বাচনে দেশরত্ম শেখ হাসিনার নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে কাজ করার আহবান জানান। অনুষ্ঠিত ইফতার মাহফিলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলা এবং চকরিয়া পৌরসভা এবং মহিলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, আইনজীবি, পেশাজীবি, নানা শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।

পাঠকের মতামত: