ঢাকা,বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

ঈদগাঁওতে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা

aaaaaaমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

“তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখা ২০ জুন মঙ্গলবার বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করে। শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার রিসাদুল হাকিম চৌধুরীর সভাপতিত্বে নিজস্ব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ছৈয়দ আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. খায়রুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকটি দ্বিতীয় কর্মকর্তা হামিদ উল্লাহ। ব্যাংকের কর্মকর্তা মো. শাহজালালের সঞ্চালনায় আলোচনা পেশ করেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ নুরুল আবছার কাদেরী, খুটাখালী তমিজিয়া মাদ্রাসার অধ্যাপক রেজাউল করিম আরমান, প্রভাষক মাওলানা আবুল ফজল, এ.জি লুৎফুল কবির আদর্শ বালিকা মাদ্রাসা সহ-সুপার মাওলানা আবদুর রহমান আজাদ, ঈদগাঁও কেজি স্কুল জামে মসজিদ খতিব এনামুল হক ইসলামাবাদী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ঈদগাঁও বায়তুশ শরফ কমপ্লেক্সের খতিব মাওলানা ছৈয়দ নুর হেলালী, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান মনজুর আলম, স্থানীয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার, আলহাজ¦ মাওলানা জসিম উল্লাহ মিয়াজী, ছলিম উল্লাহ জিহাদী, মাওলানা নুরুল আজিম, ডা. আলহাজ¦ আমির সুলতান, মাওলানা ছৈয়দ নুর হেলালী, ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হারুন অর রশিদ, আলহাজ¦ আবদুল মান্নান, মাষ্টার ফরিদুল আলম, হাফেজ আবছার কামাল, সাংবাদিক মো. রেজাউল করিম, শাহিদ মোস্তফা শাহিদ, এইচ.এম রুস্তম আলী প্রমুখ। এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুধী-শুভাকাঙ্খী, গ্রাহক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক নিজ নামেই দেশে তার নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আধুনিক ও শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানে এবং জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনায় এ ব্যাংকের ভূমিকা প্রশংসার দাবীদার। অন্য আলোচকরা বলেন, ৩১৮টি শাখার মাধ্যমে গ্রাহক সেবা প্রদান করে আসছে। প্রতিটি গ্রাহককে সুদমুক্ত ব্যাংকিং এর মাধ্যমে মুনাফা প্রদান করছে। আমরা অনেককে বলতে শুনেছি ইসলামী ব্যাংক সুদের লেনদেন করে। আসলে যারা ইসলামী ব্যাংকিং সম্পর্কে ধারণা রাখে না তারাই এ ধরণের কথা বলে। ইসলামী ব্যাংক সম্পূর্ণ সুদমুক্ত ব্যাংকিং এর আহবান জানায়। দেশের দারিদ্র মুক্তির জন্যও এ ব্যাংক কাজ করে যাচ্ছে।

পাঠকের মতামত: