ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ঈদগাঁওতে শত শত দোকান ভ্রাম্যমান আদালতের বাইরে

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ::01

চলমান পবিত্র মাহে রমজানে ব্যবসায়ীদের ভেজাল, জালিয়াত ও প্রতারণা রোধে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের নেতৃত্বে কাজ করছে জেলা মার্কেটিং অফিস ও ভোক্তা অধিকার অধিদপ্তর। তাদের সহায়তা করছে আইন-শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ। কর্মসূচীর ধারাবাহিকতায় ১৩ জুন দুপুরে ঈদগাঁও বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তবে শত শত দোকান পাট এ অভিযানের বাইরে ছিল বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইয়েমা হাসানের নেতৃত্বে ঘন্টা দুয়েকের এ অভিযানে বাজারের দক্ষিণ মাথা, মাছ বাজার গলি, মাছ ও মাংস বাজারসহ ১২টি দোকানের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, দ্রব্যমূল্য না টাঙানো, ধার্য্যকৃত দামের বেশি দাম আদায় ও রেজিষ্ট্রেশন না থাকা কৃষি পণ্য বিক্রিসহ ভেজাল, জালিয়াত ও অন্য অনিয়মের অভিযোগে এ জরিমানা আদায় করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। অভিযানে অন্যদের মধ্যে জেলা মার্কেটিং অফিসার মো. শাহজাহান আলী, ভোক্তা অধিকার অধিদপ্তর, কক্সবাজার এর সহকারী পরিচালক সুলতান মাহমুদ মিলন, ঈদগাঁও তদন্ত কেন্দ্র এএসআই মহি উদ্দীনসহ পুলিশ ও আনসারদল অংশ নেন। অভিযান চলাকালে স্থানীয় বাজার মনিটরিং কমিটির সদস্য হাজী নুর আহমদ, জালালাবাদ আ.লীগ সাধারণ সম্পাদক ডা. মমতাজুল ইসলাম রিয়াজ, ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মো. রেজাউল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দক্ষিণ চট্টলার বৃহত্তম এ বাজারে ছোটবড় ও মাঝারি মিলে আড়াই সহ¯্রাধিক দোকানপাট রয়েছে। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, খাবার দোকান, হোটেল রেস্তুরা, মাছ-মাংসসহ বিভিন্ন দোকানপাট রয়েছে শত শত। প্রশাসনের এ অভিযানে এসব দোকানপাট আওতাভূক্ত না হওয়ায় সচেতন মহলে নানা কানাঘূঁষা চলছে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, অভিযানকারীরা কেবল লোক দেখানো এবং দায়সারা গোছের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। যা বাজারের সিংহভাগ দোকানে কোন প্রভাব ফেলতে পারেনি। আবার অনেক দোকানদার অভিযানের টের পেয়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মালামাল আগেই সরিয়ে ফেলে। তবে মাছ ও মাংসের বাজারে এ আদালত পরিচালনাকালে বাটখারার সঠিক ওজন পরীক্ষা করায় ভূক্তভোগীদের অনেককে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। এ ব্যাপারে জেলা প্রশাসনের সাধারণ শাখার প্রিয়তোষ শর্মার নিকট জানার জন্য বারবার তার মোবাইলে চেষ্টা করা হলেও রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

পাঠকের মতামত: