ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান

jariচকরিয়া প্রতিনিধি ::

চকরিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।  বুধবার দুপুরে উপজেলার বদরখালী বাজারে এ অভিযান চালান। এসময় মূল্য তালিকা না টাঙ্গানো, ওজনে কারচুপিসহ বিভিন্ন অভিযোগে মুদির দোকান, মাছের দোকানসহ ৮টি দোকানের কাছে থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম বলেন, রমজান মাসে নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে বেশ কিছু দোকানদারকে জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেকটর, ভুমি অফিসের সহকারী ছৈয়দুল হক ও চকরিয়া থানা পুলিশ।

পাঠকের মতামত: