ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফ সীমান্তে সাড়ে ছয় কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি ::yabaa

টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে সাড়ে ছয় কোটি টাকা মূল্যের দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ নং বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, শুক্রবার টেকনাফ বিওপি বিজিবির একটি বিশেষ টহলদল ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের সংবাদে নাফ নদীর কেওড়া বাগানে অবস্থান নেয়। এসময় নাফ নদী দিয়ে তিনজন লোক আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি ধাওয়া করে জবি উল্লাহ (১৮) ও ওসমান (১৮) কে আটক করতে সক্ষম হয়।  পরে তাদের কাছ থেকে পাওয়া প্যাকেট থেকে ১০ হাজার ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একইদিন ভোরে ২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলামের নেতৃত্বে দমদমিয়া বিওপির একটি বিশেষ টহলদল নাফ নদীর ৪ ও ৫ নং সুইচ এলাকা দিয়ে মায়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের সংবাদে ওই এলাকায় অবস্থান নেয়। পাচারকারীরা বিজিবির অবস্থান টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাঠকের মতামত: