ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

পাসপোর্ট সেবায় “পুলিশ ভেরিফিকেশন” আর নয়

অনলাইন ডেস্ক ::pass

বাংলাদেশের নাগরিকদের পাসপোর্ট সেবা পেতে আর পুলিশ ভেরিফিকেশন প্রথা থাকছে না বলে জানিয়ে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান বলেন, পাসপোর্ট সেবা পেতে জনগণ হয়রানি ও দুর্নীতির শিকার হচ্ছে। পাসপোর্ট তৈরিতে যেসব সমস্যা হচ্ছে এর বেশিরভাগই পুলিশ ভেরিফিকেশনের কারণে। শিগগিরই সত্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে নেয়া হবে।

রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে মঙ্গলবার পাসপোর্ট অধিদফতরের ওপর দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক গণশুনানিতে তিনি এ কথা জানান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দালালদের হাত থেকে পাসপোর্ট অফিস মুক্ত করতে হবে। পাসপোর্ট নিয়ে মানুষের নানা ভোগান্তি এখনো রয়ে গেছে। এগুলো দূর করার ব্যবস্থা নিতে হবে।

পাঠকের মতামত: