ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

শিশুটির ঠিকানা না পাওয়ায় ঈদগাঁও পুলিশ বিপাকে

zzzzমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে থাকা এক শিশুর পিতামাতা ও ঠিকানা খুঁজে পাচ্ছে না পুলিশ। শিশুটি তার নাম হাবিব উল্লাহ বলে জানিয়েছে। পিতার নাম জাহাঙ্গীর। মাতা সুমাইয়া আক্তার। তার মুন্নী নামের এক বোন রয়েছে। আমির উল্লাহ নামে এক চাচাও রয়েছে। একসময় সে গ্রামের স্কুলে ২য় শ্রেণিতে পড়ত বলে এ প্রতিবেদককে জানায়। তার কথামতে পুলিশ চকরিয়া, বদরখালী, বড় মহেশখালী, ছোট মহেশখালীসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে গিয়ে তার পিতামাতা ও বসতবাড়ীর খোঁজ খবর নিয়েও পাননি। কেউ তাকে চিনছে না। যে বিদ্যালয়ের কথা সে বলেছিল ঐ বিদ্যালয়ে পুলিশদল গেলে কর্মরত শিক্ষকরা তাকে চিনেন না বলে জানান। তদন্ত কেন্দ্র এএসআই শাহজালাল জানান, ইসলামাবাদের মেম্বার আবু বক্কর ছিদ্দিক বান্ডির মাধ্যমে তারা শিশুটিকে পান। পরে তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. খায়রুজ্জামানের নির্দেশক্রমে ২৪ মে পুলিশ কনস্টেবল নূর আলম ও মুরাদ শিশুটিকে নিয়ে উল্লেখিত স্থানে দিনভর বাড়ীঘর ও পিতামাতার সন্ধান চালান। কিন্তু কোথাও তার অভিভাবক ও বসতবাড়ীর ঠিকানা না পাওয়ায় এখন পুলিশ পড়েছেন চরম বিপাকে।

পাঠকের মতামত: