ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

লামায় পানিতে ডুবে রিক্সাচালকের মৃত্যু

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামায় মাতামুহুরী নদীতে ডুবে মোঃ শাহারাজ (৩০) নামে এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় লামা পৌরসভার মিশন গেইট এলাকায় এই ঘটনা ঘটে। শাহারাজ পৌরসভার ২নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর এর ছেলে।

নিহতের বড় ভাই মোঃ ফরহাদ জানায়, মোঃ শাহারাজ পেশায় একজন অটো রিক্সা চালক। বিকেলে লামা বাজার থেকে গাছের ভাড়া নিয়ে পূব পাড়ায় যায়। সেখান থেকে খালী রিক্সা নিয়ে ফিরে আসার সময় মিশন গেইট নামক স্থানে হঠাৎ রিক্সার যান্ত্রিক ত্রুটির কারণে গতি বেড়ে যায়। এসময় সামলাতে না পেরে অটো রিক্সা সহ প্রায় ৩০ ফুট নিচে মাতামুহুরী নদীতে পড়ে যায়। নদী পড়ে গেলে রিক্সা চাপে পানিতে ডুবে তার মৃত্যু হয়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসে। নিহত শাহারাজের ১টি ৬ বছরের প্রতিবন্ধী ছেলে ও ২ বছরের ১টি মেয়ে রয়েছে।

লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুর রহমান মজুমদার বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লামা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হোসেন বাদশা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পাঠকের মতামত: