ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় আল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে শেখ আল ফরহানকে সংবর্ধনা

আবদুল করিম বিটু ,চকরিয়া ::18554886_457590541241325_1167057475_n
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারবিল এলাকায় অবস্থিত সেবা সংগঠন আল আমিন ফাউন্ডেশনের আমন্ত্রনে অতিথি হিসেবে আসেন সৌদিআরবের বাসিন্দা দানবীর শেখ মোহাম্মদ আল ফারহান। ১৭ মে সকালে সংগঠনের উদ্যোগে রাজারবিলস্থ ইউনিয়ন স্বাস্থ্য হাসপাতালের পাশ্ববর্তী ফাউন্ডেশনের কার্যলয়ে স্থানীয় লোকজন নিয়ে অভিনন্দন জানানো হয়।
এসময় আল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব আহমদ কবির সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহসভাপিত মোজাম্মেল হক, সহসভাপতি হাফেজ ওসমান গনি, সাধারণ সম্পাদক হাফেজ মো: রিদুয়ানুল হক। সংগঠনের  সাংগঠনিক সম্পাদক একরামুল হক সঞ্চলনায় এসময় আমন্ত্রিত অতিথি শতাধিক স্থানীয় লোকজনকে বেশ কিছু জায়নামাজ, টুপি, হাজী রুমাল, তজবি, খেজুর সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় অতিথি বলেন, এ আল আমিন ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার লোকজনের জন্য নিরাপদ পানির জন্য টিউওবেল, নতুন মসজিদ নির্মাণ, সংস্কার ও এতিম খানায় ব্যক্তিগত  ভাবে সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। সংগঠনের চেয়ারম্যান জানায়, সৌদি আরব থেকে আসা মেহেমান অতীতেও অনেক সহায়তা করেছে। বর্তমানে তিনি এ এলাকার সাধারণ লোকজনের জন্য বিশেষ সহায়তা প্রদান করবেন। এ সংগঠন যতদিন থাকবে আশাকরি লোকজন বিভিন্ন সহায়তার পাশাপাশি আর্থিক ভাবেও সহায়তা পাবে। তিনি বলেন, আল আমিন সংগঠন হচ্ছে একটি সেবা মুলক সংগঠন। এ সংগঠন কোন ভাবে সুদ কিংবা মুনাফা ব্যবসার সাথে জড়িত নহে। এসময় ফাউন্ডেশনের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: