ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ধৃত বানর মেদাকচ্ছপিয়া পার্কে ছেড়ে দেয়া হয়েছে

fulsari picসেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি :::

স্থানীয় জনতার হাতে ধৃত বানরটি অবশেষে চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে। শনিবার (১৩ মে) বিকাল ৫ টার সময় কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি সহকারী বন সংরক্ষক মো: ইউছুপ বানরটি পার্কে অবমুক্ত করেন। বানর উদ্ধারকারী ফুলছড়ি ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, দুপুর ১২ টার দিকে খবর পেয়ে তিনি সঙ্গীয় স্ট্যাফ নিয়ে ইউনিয়নের খুটাখালী পুর্ব নয়াপাড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের কাছ থেকে বানরটি উদ্ধার করে ফুলছড়ি রেঞ্জ হেফাজতে নিয়ে আসেন। পরে উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে একইদিন বিকেলে মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে। ফুলছড়ি বন বিটের হেডম্যান আশরাফ আলীর সার্বিক সহযোগীতায় এসময় অন্যান্যদের মধ্যে মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া, ফুলছড়ি বিট কর্মকর্তা হাবিবুর রহমান, মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস.এম. আবুল হোছাইন, সহ সভাপতি বাহাদুর হক,বন প্রহরী ফরমান আলী, মাজহারুর ইসলাম পলাস, হেডম্যান মকতুল হোছাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: